ক্যালসিয়াম পারক্সাইড
ক্যালসিয়াম পারক্সাইড বা ক্যালসিয়াম ডাই অক্সাইড (CaO2) হলো সাদা বা হলদে বর্ণের একটি কঠিন পারক্সাইড। সাধারণভাবে ক্যালসিয়াম পারক্সাইড পানিতে অদ্রবণীয়। কিন্তু এসিড হাইড্রোজেন পারক্সাইডে দ্রবীভূত হতে পারে। পানির সংস্পর্শে আসলে এটি তাৎক্ষণিক ভাবে অক্সিজেন ত্যাগ করে বিশ্লিষ্ট হতে শুরু করে।
![]() | |
শনাক্তকারী | |
---|---|
সিএএস নম্বর |
|
ত্রিমাত্রিক মডেল (জেমল) |
|
সিএইচইবিআই | |
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০১৩.৭৬৪ |
ই নম্বর | E৯৩০ (গ্লেজিং এজেন্ট, ...) |
পাবকেম CID |
|
আরটিইসিএস নম্বর | EW৩৮৬৫০০০ |
ইউএনআইআই | |
ইনকি
| |
এসএমআইএলইএস
| |
বৈশিষ্ট্য | |
CaO2 | |
আণবিক ভর | 72.0768 g/mol |
বর্ণ | white or yellowish powder |
গন্ধ | odorless |
ঘনত্ব | 2.91 g/cm3 |
গলনাঙ্ক | ~ ৩৫৫ °সে (৬৭১ °ফা; ৬২৮ K) (বিশ্লিষ্ট) |
পানিতে দ্রাব্যতা |
বিশ্লিষ্ট |
অম্লতা (pKa) | ১২.৫ |
প্রতিসরাঙ্ক (nD) | ১.৮৯৫ |
গঠন | |
স্ফটিক গঠন | অর্থরহোমবিক[1] |
Space group | Pna21 |
Coordination geometry |
8[1] |
ঝুঁকি প্রবণতা | |
প্রাণঘাতী ডোজ বা একাগ্রতা (LD, LC): | |
LD৫০ (মধ্যমা ডোজ) |
>5000 mg/kg (oral, rat) >10000 mg/kg (dermal, rat) |
সম্পর্কিত যৌগ | |
অন্যান্য অ্যানায়নসমূহ |
Calcium oxide |
অন্যান্য ক্যাটায়নসমূহ |
Strontium peroxide Barium peroxide Sodium peroxide |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
![]() ![]() ![]() | |
তথ্যছক তথ্যসূত্র | |
গঠন এবং স্থিতিশীলতা
প্রস্তুতি
ক্যালসিয়াম লবন এবং সোডিয়াম পারক্সাইড দ্রবণের মিথোষ্ক্রিয়ার মাধ্যমে দানাদার ক্যালসিয়াম পারক্সাইড তৈরি হয়।
Ca(OH)2 + H2O2 → CaO2 + 2H2O ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে লঘু হাইড্রোজেন পারক্সাইডের বিক্রিয়ার ফলে অক্টাহাইড্রেট বিশ্লেষিত হয়।
উপযোগিতা
তথ্যসূত্র
- Zhao, X.; Nguyen, M.C.; Wang, C.Z.; Ho, K.M. (২০১৩)। "Structures and stabilities of alkaline earth metal peroxides XO2 (X = Ca, Be, Mg) studied by a genetic algorithm"। RSC Advances। doi:10.1039/C3RA43617A।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.