ক্যান্টরের জাতা তরুণাস্থি কাছিম

ক্যান্টরের জাতা তরুণাস্থি কাছিম বা জাতা কাছিম (ইংরেজি: Cantor's giant softshell turtle[1] বা Asian giant softshell turtle) (দ্বিপদ নাম:Pelochelys cantorii) হচ্ছে কচ্ছপের একটি প্রজাতি।

ক্যান্টরের জাতা তরুণাস্থি কাছিম
Pelochelys cantorii
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Sauropsida
বর্গ: Testudines
উপবর্গ: Cryptodira
পরিবার: Trionychidae
গণ: Pelochelys
প্রজাতি: P. cantorii
দ্বিপদী নাম
Pelochelys cantorii[1]
Gray, 1864[1][2]
প্রতিশব্দ[3]
  • Pelochelys cantorii Gray, 1864
  • Pelochelys cumingii Gray, 1864
  • Pelochelys cantoris Boulenger, 1889
  • Pelochelys poljakowii Strauch, 1890
  • Pelochelys cummingii Smith, 1931 (ex errore)
  • Pelochelys cantori Pritchard, 1967 (ex errore)

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[4]

বিস্তৃতি এবং আবাসস্থল

প্রজাতিটি প্রাথমিকভাবে মাটির অভ্যন্তরে, মন্থরগতি, স্বাদুপানির নদী ও ঝর্নায় পাওয়া যায়। কিছু প্রমাণ পাওয়া যায় যে এটি তার পরিসীমা উপকূলীয় অঞ্চলেও প্রসারিত করে।[5] এটি ভারত, মায়ানমার, থাইল্যান্ড, বোর্নিও, চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশে পাওয়া যায়।[6]

তথ্যসূত্র

  1. টেমপ্লেট:Harnvb
  2. Pelochelys cantorii from the IUCN Red list
  3. টেমপ্লেট:Harnvb
  4. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৪২।
  5. Ernst, C. H.; Altenburg, R. G. M.; Barbour, R. W. (১৯৯৮)। Turtles of the world [CD-ROM]
  6. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ৭৫।

পাঠ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.