ক্যাডবেরি ডেইরি মিল্ক

ক্যাডবেরি ডেইরি মিল্ক এক প্রকার চকলেট যা কেডবেরি কম্পানি দ্বারা প্রস্তুতকৃত হয়। এটি যুক্তরাষ্ট্রে হারসি কম্পানি দ্বারা প্রস্তুতকৃত হয়।[1] এটি যুক্তরাজ্যে ১৯০৫ সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। ডেইরি মিল্কের প্রতিটি সামগ্রী খাঁটি দুধ দ্বারা তৈরী করা হয়।২০১৪ সালে এটি যুক্তরাজ্যে জনপ্রিয়তা অর্জন করে।[2]

কেডবেরী ডেইরি মিল্ক
File:Cadbery.dairymilk.jpg
Cover Photo
পণ্যের ধরনমিষ্টান্ন
মালিকানাকেডবেরী
দেশযুক্তরাজ্য
প্রবর্তিত১৯০৫
সম্পর্কিত ব্র্যান্ডকেডবেরী পণ্যের তালিকা
বাজারবিশ্বজুরে
ট্যাগলাইনফ্রি জয়
ওয়েবসাইটwww.cadbury.co.uk

ইতিহাস

১৯০৫ সালের জুন মাসে যুক্তরাজ্যে কেডবেরী একটা মিল্ক বার তৈরি করে।এটি তারা উন্নত দুধ দ্বারা তৈরি করে এবং এটি অনান্য চকলেট বার থেকে আলাদা এটি ১৯১৪ সালে প্রথম সারির চকলেট কম্পানি হসিবে পরিচত পায়। গ্রোজ ক্যাডবেরি জুনিয়র এটি দেখাশোনা করেন।[3]

তথ্যসূত্র

  1. "www.thehersheycompany.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অগাস্ট, ২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Story of Cadbury"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.