কোলাঘাট
কোলাঘাট পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি সেন্সাস টাউন। এই শহরটি তমলুক মহকুমার পাঁশকুড়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত। কোলাঘাট পাঁশকুড়া-২ ব্লকের সদর। এখানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের অধীনস্থ একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
কোলাঘাট | |
---|---|
শহর | |
![]() ![]() কোলাঘাট | |
স্থানাঙ্ক: ২২.৪৩° উত্তর ৮৭.৮৭° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | West Bengal |
জেলা | পূর্ব মেদিনীপুর |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২৩,৭০৭ |
ভাষা | |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | 721134 |
টেলিফোন কোড | 03228 |
লোকসভা কেন্দ্র | তমলুক |
বিধানসভা কেন্দ্র | পাঁশকুড়া পূর্ব |
ওয়েবসাইট | purbamedinipur |
কোলাঘাট শহর রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। নদীর তীরে একটি জনপ্রিয় চড়ুইভাতি কেন্দ্র রয়েছে। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে প্রচুর জনসমাগম হয়। কোলাঘাট শহরটি ইলিশ মাছের জন্যও বিখ্যাত।
ভূগোল
কোলাঘাট অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত।[1] শহরটি তমলুক মহকুমার পাঁশকুড়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত।[2] পাঁশকুড়া-২ ব্লকের সদর কোলাঘাট।[3] শহরটি কোলাঘাট থানার অধীনে রয়েছে।[2]
জনপরিসংখ্যান
২০০১ সালের ভারতের জনগণনার হিসাব অনুযায়ী,[4] কোলাঘাটের জনসংখ্যা ২৩,৭০৭। এর মধ্যে ৫১% পুরুষ ও ৪৯% নারী। কোলাঘাটের গড় সাক্ষরতার হার ৭১%। এই হার জাতীয় হারের (৫৯.৯%) তুলনায় অনেকটাই বেশি। পুরুষ সাক্ষরতার হার ৭৮% ও নারী সাক্ষরতার হার ৬৪%। কোলাঘাটের জনসংখ্যার ১১% ছয় বছর বা তার কম বয়সী।
অর্থনীতি
পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ কোলাঘাটে একটি ৬ X ২১০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র চালায়। এটিই এখানকার বৃহত্তম রাষ্ট্রীয় শিল্পোদ্যোগ।[5]
পরিবহণ
কোলাঘাট স্বর্ণ চতুর্ভূজের উপর অবস্থিত। এখানে রূপনারায়ন নদীর উপর কোলাঘাট ব্রিজ বা শরৎ সেতু নির্মিত হয়েছে।এই শহর ডানকুনি থেকে ৫৪.৪ কিলোমিটার ও খড়গপুর থেকে ৬০.৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।[6]
শিক্ষা
১৯৯৮ সালে কোলাঘাটে "কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোলাঘাট" স্থাপিত হয়।[7]
তথ্যসূত্র
<
- "Yahoo maps location of Kolaghat"। Yahoo maps। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭।
- "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭।
- "Contact details of Block Development Officers"। Purba Medinipur district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৭।
- "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।
- "kolaghat Thermal Power Plant"। ২১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১১।
- "National Highway Authority of India"। ২৪ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১১।
- College of Engineering and Management, Kolaghat
টেমপ্লেট:Purba Medinipur District