কোরেল ড্র
কোরেল ড্র একটি ভেকটর ভিত্তিক গ্রাফিক্স সফটওয়্যার। ইলাস্ট্রেটর এর বিকল্প হিসাবে আইবিএম পিসি তে ব্যবহার্য । বর্তমানে ম্যাক এর জন্য ও পাওয়া যায়। প্রিন্টিং মিডিয়ায় ব্যপক ভাবে ব্যবহার হয়। কোন কিছু ছাপানোর ক্ষেত্রে ইলাস্ট্রেটর/কোরেল ফাইনাল আউটপুট দেবার জন্য ব্যবহার হয়। ফটোশপ বা ইমেজ সম্পাদনা গ্রাফিক্স সফটওয়্যার এ শুধু ছবির বা গ্রাফিক্সের কারুকার্য করা হয়, টেক্সট ও ফাইনাল প্রিন্ট বা ফিল্মে প্রিন্ট নেয়ার জন্য কোরেল ব্যবহার করতে হয়।
![]() CorelDraw X7 | |
![]() উইন্ডোজ ৭ এ কোরেল ড্র X7 | |
উন্নয়নকারী | কোরেল |
---|---|
প্রাথমিক সংস্করণ | ১৬ জানুয়ারি ১৯৮৯ |
স্থায়ী মুক্তি | X7 / ২৭ মার্চ ২০১৪ |
লেখা হয়েছে | C++, C# |
অপারেটিং সিস্টেম | মাইক্রোসফট উইন্ডোজ |
ধরণ | ভেক্টর গ্রাফিক্স সম্পাদক |
লাইসেন্স | মালিকানা |
ওয়েবসাইট | www |
যাযা প্রয়োজনীয়
এটি উইনডোজ এর জন্য তৈরি হলেও পরবর্তিতে ম্যাকিনটোশের জন্য পাওয়া যায়।
উন্নয়ন ইতিহাস
বৈশিষ্ঠ
কোরেল ড্র মুলত উইন্ডোজ ৩ এর জন্য তৈরি করা হলেও বর্তমানে এটি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং কম্পাটিবল হিসাবে উইন্ডোজ ১০ সমর্থন করে।[1] এর সর্বশেষ সংস্করণ কোরেল ড্র ২০১৮ ১০ এপ্রিল ২০১৮ সালে প্রকাশিত হয়।
তথ্যসূত্র
- "System Requirements — CorelDraw Graphics Suite X5"। ২৮ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Old CorelDraw 4 product announcement (May 20, 1993 / Listing availability for Windows, OS/2, CTOS and Unix)
টেমপ্লেট:Graphics file formats