কোতোয়ালী থানা, সিলেট

সিলেট কোতোয়ালী বাংলাদেশের সিলেট জেলার সদর থানা। জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ, এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজসহ সিলেট শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এই থানার অধীনে অবস্থিত।

কোতোয়ালী মডেল থানা
থানা
কোতোয়ালী মডেল থানা
স্থানাঙ্ক: ২৪.৮৮৮৬০৮° উত্তর ৯১.৮৬৫৯৩৮° পূর্ব / 24.888608; 91.865938
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট
জেলাসিলেট
গঠিত১২ ডিসেম্বর ১৯৮৩ (1983-12-12)
আয়তন
  মোট১৭.২২ কিমি (৬.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
  মোট১,৬৮,২৭১
  জনঘনত্ব৯৮০০/কিমি (২৫০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+০৬:০০)

ইতিহাস

১৯৮৩ সালের ১২ ডিসেম্বর কোতোয়ালী মডেল থানা গঠিত হয়।[1]

ভৌগোলিক অবস্থান

কোতোয়ালী মডেল থানা প্রায় ২৪.৮৮° উত্তর ৯১.৮৬° পূর্বে অবস্থিত। এর আয়তন প্রায় ১৭.২২ বর্গকিমি। এর উত্তরে জালালাবাদবিমানবন্দর থানা, দক্ষিণ ও পশ্চিমে দক্ষিণ সুরমা থানা অবস্থিত।

নদ-নদী

কোতোয়ালী মডেল থানার পাশ দিয়ে সুরমা নদী প্রবাহিত।

জনসংখ্যা

২০০১ সালের আদমশুমারী রিপোর্ট অনুযায়ী কোতোয়ালী মডেল থানার জনসংখ্যা প্রায় ১,৬৮,২৭১ জন। এর মধ্যে পুরুষ ৯৫,০৪৪ জন ও মহিলা ৭৩,২২৭ জন।[1]

প্রশাসন

সিলেট শহরের ১৮টি ওয়ার্ড (১-৫, ৯-১৮, ২২-২৩ ও ২৬ নং ওয়ার্ড) নিয়ে কোতোয়ালী মডেল থানা গঠিত। এর থানার অধীনে মহল্লার সংখ্যা ১৪৪টি।[1]

তথ্যসূত্র

  1. সিরাজুল ইসলাম (২০১২)। "কোতোয়ালী মডেল থানা (সিলেট মেট্রোপলিটন)"। বাংলাপিডিয়া: বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ (দ্বিতীয় সংস্করণ)। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.