কেভিন-প্রিন্স বোয়াটেং
কেভিন-প্রিন্স বোয়াটেং (জন্ম: ৬ মার্চ ১৯৮৭) একজন জার্মান-ঘানাইয়ান পেশাদার ফুটবলার যিনি ইতালির ক্লাব সাসসওলোর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন।
![]() ২০১১ সালে বোয়াটেং | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কেভিন-প্রিন্স বোয়াটেং | ||
জন্ম স্থান | পশ্চিম বার্লিন, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফু ১ ইঞ্চি)[1][2] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় / আক্রমণভাগের খেলোয়াড়[3][4][5] | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | সাসসওলো | ||
জার্সি নম্বর | ২৭ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৪ | রাইনিকিনডর্ফের ফুকসা | ||
১৯৯৪–২০০৫ | হার্থা বার্লিন | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৪–২০০৭ | হার্থা বার্লিন টু | ২৯ | ( ৫) |
২০০৫–২০০৭ | হার্থা বার্লিন | ৪২ | ( ৪) |
২০০৭–২০০৯ | টটেনহ্যাম হটস্পার | ১৫ | ( ০) |
২০০৯ | → বরুসিয়া ডর্টমুন্ড (ধারে) | ১০ | ( ০) |
২০০৯–২০১০ | পোর্টস্মাথ | ২২ | ( ৩) |
২০১০–২০১৩ | মিলান | ৭৪ | (১০) |
২০১৩–২০১৫ | শালকে ০৪ | ৪৬ | ( ৬) |
২০১৬ | মিলান | ১১ | ( ১) |
২০১৬–২০১৭ | লাস পালমাস | ২৮ | ( ১০) |
২০১৭–২০১৮ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ৩১ | ( ৬) |
২০১৮– | সাসসওলো | ১৩ | ( ৪) |
২০১৯ | → বার্সেলোনা (ধারে) | ৩ | ( ০) |
জাতীয় দল | |||
২০০৪–২০০৫ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ১২ | (৭) |
২০০৬ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ২ | (০) |
২০০৬–২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ৬ | (০) |
২০১০–২০১৪ | ঘানা | ১৫ | (২) |
|
ক্যারিয়ার জুড়ে বোয়াটেং জার্মানির বিভিন্ন ক্লাবে খেলেছেন। পাশাপাশি তিনি ইংল্যান্ড, স্পেন ও ইতালিতেও খেলেছেন। শুরুর দিকে তিনি মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলতেন। পরবর্তীতে তিনি গতি, ক্ষিপ্রতা ও স্কিলের কারণে ধীরে ধীরে আক্রমণভাগের খেলোয়াড় এ পরিণত হন।
জার্মানিতে জন্ম নেয়া এই খেলোয়াড় জার্মানি অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। পরে তিনি ঘানা জাতীয় দল এ যোগ দেন এবং ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেখানে খেলেন। ঘানার হয়ে তিনি ২০১০ ফিফা বিশ্বকাপ ও ২০১৪ ফিফা বিশ্বকাপ এ খেলেছেন।
তথ্যসূত্র
- "AC Milan, Boateng's promise Revenge against Juve and Spurs"। english.gazzetta.it। La Gazzetta dello Sport। । 28 September 2013 তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 8 September 2013। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "Sorpresa en el AC Milan: Kevin Prince Boateng se va al Schalke 04"। superdt.cl (Spanish ভাষায়)। ৩০ আগস্ট ২০১৩। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৩।
- "Absent Essien inspires Ghana"। theworldgame.sbs.com.au। The World Game। ১২ জুন ২০১০। ১৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।
- "Schalke extend winning run with 2–0 defeat of Hannover 96"। FC Schalke 04। ৯ ফেব্রুয়ারি ২০১৪। ১৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।
- "Kevin, the Prince of Milan"। afootballreport.com। ১৮ আগস্ট ২০১০। ১৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.