কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার
কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার মূলত একটি গবেষনা ও সেবামূলক প্রতিষ্ঠান।[1]
অবস্থান
প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাধীন আশুলিয়া থানায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত।[1]
আয়তন
১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানের আয়তন ৭৯২.৮৭ একর।[1]
কার্যক্রম
বাংলাদেশে উন্নত জাতের ষাড় ও ষাড়ের বীজ শুধুমাত্র এই খামারেই উৎপাদিত হয় এবং সারা বাংলাদেশে তা বিতরণ করা হয়।[1]
সেবাসমূহ
- গবেষনার মাধ্যমে সংকর জাতের ষাড় ও বীজ উৎপাদন ও বিতরন।
- প্রজনন কর্মসূচির উন্নয়ন ও সম্প্রসারন।
- উন্নত জাতের ঘাস ও কাটিং বিতরন।
- গো খাদ্যের সংকট নিরসনে প্রযুক্তিগত ধ্যান ধারনার বিকাশ সাধন।
- পশুখাদ্যের গুণগতমান নির্ধারন, নির্ণয় ও জনসাধারণকে অবহিতকরণ।
- উন্নত জাতের গাভী উৎপাদন।
- প্রাণিসম্পদ উন্নয়নে একটি সেবামূলক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন।[1]
তথ্যসূত্র
- Help for Disability and Distress (HDD) কর্তৃক প্রকাশিত বই: সাভার ডিরেক্টরি (সাভার উপজেলার তথ্য সংবলিত বই); প্রকাশকাল: ডিসেম্বর, ২০১২ ইং
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.