কেন্দ্র (বীজগণিত)
বিনিয়ম ধর্মী উপাদানসমূহের সেট বোঝাতে বিমূর্ত বীজগণিতে নিম্নোক্ত বিভিন্ন প্রসঙ্গে কেন্দ্র শব্দটি ব্যবহার করা হয়ে থাকে:
- কোন গ্রুপ G এর কেন্দ্র গ্রুপ G এর সকল উপাদান x নিয়ে গঠিত যেখানে G এর সকল g এর জন্য xg = gx। এটা G এর একটি সাধারণ উপগ্রুপ।
- কোন সেমিগ্রুপের জন্য একই নামকরণ ধারণাটিও একইভাবে সংজ্ঞায়িত এবং এটি একটি উপসেমিগ্রুপ।[1][2]
- কোন রিং (অথবা একটি অ্যাসোসিয়েটিভ বীজগণিত) এর কেন্দ্র R হল সকল x উপাদান নিয়ে গঠিত R এর একটি উপসেট যেখানে R এর যে কোন r এর জন্য xr = rx।[3] কেন্দ্রের হল R একটি বিনিময়ধর্মী উপরিং।
- লী বীজগণিতের কেন্দ্র L, L এর সকল উপাদান x নিয়ে গঠিত যেখানে L এর যেকোন a এর জন্য [x,a] = 0। এটি লী বীজগণিত L এর একটি আদর্শ।
তথ্যসূত্র
- Kilp, Mati; Knauer, Ulrich; Mikhalev, Aleksandr V. (২০০০)। Monoids, Acts and Categories। De Gruyter Expositions in Mathematics। 29। Walter de Gruyter। পৃষ্ঠা 25। আইএসবিএন 978-3-11-015248-7।
- Ljapin, E. S. (১৯৬৮)। Semigroups। Translations of Mathematical Monographs। 3। A. A. Brown; J. M. Danskin; D. Foley; S. H. Gould; E. Hewitt; S. A. Walker; J. A. Zilber কর্তৃক অনূদিত। Providence, Rhode Island: American Mathematical Soc.। পৃষ্ঠা 96। আইএসবিএন 978-0-8218-8641-0।
- Durbin, John R. (১৯৯৩)। Modern Algebra: An Introduction (3rd সংস্করণ)। John Wiley and Sons। পৃষ্ঠা 118। আইএসবিএন 0-471-51001-7।
The center of a ring R is defined to be {c ∈ R: cr = rc for every r ∈ R}.
, Exercise 22.22
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.