কেন টম্পসন

কেনেথ লেন টম্পসন(জন্ম ফেব্রুয়ারি ৪ ১৯৪৩), সাধারণভাবে কেন টম্পসন হিসাবে পরিচিত,[1] কম্পিউটার বিজ্ঞানের প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব। সি প্রোগ্রামিং ভাষা এবং ইউনিক্সবেল গবেষণাগারের পরিকল্পনা ৯ অপারেটিং সিস্টেম এর অগ্রগতিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিখ্যাত হয়ে আছেন। কম্পিউটার সমাজে তাকে ছোট্ট করে কেন ডাকা হয়। ডেনিস রিচি'র সাথে তাকেও বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলির অন্যতম(২০০৬ পর্যন্তও) সি -এর একজন স্রষ্টা হিসাবে সম্মান জানানো হয়। ১৯৮৩ সালে তিনি রিচির সাথে যুগ্মভাবে টুরিং পুরস্কার অর্জন করেন।

কেনেথ লেন টম্পসন
ডেনিস রিচির সাথে টম্পসন (বামে) .
জন্ম (1943-02-04) ফেব্রুয়ারি ৪, ১৯৪৩
নিউ অরলিন্স, লুইজিয়ানা, যুক্তরাষ্ট্র
জাতীয়তাআমেরিকান
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানবেল ল্যাবস
Entrisphere, Inc
গুগল
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণইউনিক্স
B (programming language)
Belle (chess machine)
UTF-8
Endgame tablebase
উল্লেখযোগ্য
পুরস্কার
টুরিং পুরস্কার ১৯৮৩
ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৯৮
Tsutomu Kanai Award
Ken Thompson

শিক্ষাজীবন

টম্পসন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে ১৯৬৫ সালে ব্যাচেলর্স ডিগ্রি এবং ১৯৬৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।[2]

তথ্যসূত্র

  1. "ken"। The Jargon File (version 4.4.7)।
  2. Peter Seibel, 2009, Coders at Work, আইএসবিএন ৯৭৮-১-৪৩০২-১৯৪৮-৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.