কেইটলিন দিয়াস
কেইটলিন দিয়াস (জন্ম মে ১১, ১৯৯৯) একজন মার্কিন অভিনেত্রী এবং কন্ঠশিল্পী। ডিজনি/পিক্সার চলচ্চিত্র ইনসাইড আউট (২০১৫)[1][2] এবং রাইলিস ফার্স্ট ডেট? (২০১৫) চলচ্চিত্রে রাইলি চরিত্রে কন্ঠদানের জন্য পরিচিত।[3]
কেইটলিন দিয়াস | |
---|---|
![]() ২০১৪ সালে দিয়াস | |
জন্ম | কেইটলিন রোজ দিয়াস ১১ মে ১৯৯৯ এল ডোরাডো হিলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
পেশা |
|
কার্যকাল | ২০১১–বর্তমান |
পরিচিতির কারণ | ইনসাইড আউট চলচ্চিত্রে রাইলি চরিত্রে কন্ঠাভিনয়ের জন্য |
ব্যক্তিগত জীবন
পাঁচ বছর বয়সে কেইটলিন স্কুল ও চার্চের বিভিন্ন অনুষ্ঠানে গান ও অভিনয় করতেন। উত্তর ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা কেইটলিন স্থানীয় একজন ট্যালেন্ট এজেন্টের সাথে চুক্তিবদ্ধ হন এবং সাথেসাথে বিজ্ঞাপন ও স্বাধীন চলচ্চিত্রে অভিনয় শুরু করেন৷[4]
রিল গিক গার্লস অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তিনি অ্যানিমে, ডক্টর হু, এবং ড্রাগনের প্রতি তার ভালোবাসার কথা জানান।[5] এছাড়াও তিনি পার্কাওয়ার উপভোগ করেন।[6]
জার্সি গুর্ল, ব্লু বাটন, আমেরিকান ক্রাইম এবং ডিফাইনিং মোমেন্টসহ তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন।[7]
পুরস্কার
২০১৬ সালের ১৩ই মার্চ তিনি "সেরা কন্ঠাভিনয় - তরুণ অভিনেত্রী (১২-২১)" বিভাগে ইয়ং আর্টিস্ট এ্যাওয়ার্ড অর্জন করেন।[8]
চলচ্চিত্র তালিকা
চলচ্চিত্র
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০১৭ | ডিফাইনিং মোমেন্টস | সারা জ্যাকবস | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৭ | রিকয়েল | গ্রেস মিলার | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৬ | অলমোস্ট বয়ফ্রেন্ডস | রেবেকা ব্রাউন | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৬ | ব্লু বাটন | মেরি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৬ | জেসারি গুর্ল | ডারলিন | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৬ | গ্রিপ্টার্স | স্যাম | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৫ | রাইলিস ফার্ট ডেট? | রাইলি অ্যান্ডারসন (কন্ঠ) | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৫ | ইনসাইড আউট | রাইলি অ্যান্ডারসন (কন্ঠ) | |
২০১৩ | দ্য শিপ্টিং | জেনি | |
২০১১ | বিউরিয়াল | শিশু জেসি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
অন্যান্য মিডিয়া
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০১৮ | সিনস অব এ সোলার এম্পায়ার: সিনস অব দ্য প্রফেট | Artemis class battle cruiser | ভিডিও গেম ফ্যান-মড |
তথ্যসূত্র
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Inside Out (ইংরেজি)
- "D23 Expo: New Art From the Upcoming Disney, Pixar and Disneytoon Movies"। ComingSoon.net। আগস্ট ৯, ২০১৩। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১৩।
- https://www.imdb.com/name/nm4609731/?ref_=nmbio_bio_nm
- http://www.kaitlyndias.com/bio
- "Kaitlyn Dias Interview - Reel Geek Girls #1"। Drew's Corner on YouTube। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮।
- "Kaitlyn Dias Resume"। Actors Access। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮।
- "Kaitlyn Dias"। IMDB। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮।
- "Nominations"। Young Artist Awards। এপ্রিল ২৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৮, ২০১৬।