কৃতি খরবন্দা

কৃতি খরবন্দা (হিন্দি: कृति खरबंदा (জন্ম: অক্টোবর ২৯, ১৯৮৮)[1] একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত কন্নড় এবং তেলুগু চলচ্চিত্রে কাজ করেন। একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করার পর তেলুগু চলচ্চিত্র বোনি (২০০৯)-এর মাধ্যমে অভিনয় জগতে কৃতির অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন। সম্প্রতি তিনি তামিল এবং হিন্দি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন।

কৃতি খরবন্দা
হিন্দি: कृति खरबंदा
২০১৮ সালে খরবন্দা
জন্ম (1988-10-29) ২৯ অক্টোবর ১৯৮৮
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামকিট্টু
নাগরিকত্বভারতীয়
শিক্ষাস্নাতক (বাণিজ্য)
পেশামডেল, অভিনেত্রী
কার্যকাল২০০৯ – বর্তমান
পিতা-মাতা
  • আশ্বনি খরবন্দা (পিতা)
  • রজনি খরবন্দা (মাতা)

প্রাথমিক জীবন

কৃতি খরবন্দা ১৯৮৮ সালের ২৯ অক্টোবর ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি তেলুগু চলচ্চিত্র বোনির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও নতুন আত্মপ্রকাশকারী হিসেবে তিনি বক্স অফিসে ব্যর্থ হন। পরবর্তীতে সহ-শিল্পী হিসেবে অভিনয় করেন পবন কল্যাণের সঙ্গে থীনমার চলচ্চিত্রে যার গড় আয় বেশি ছিল না।[2] তিনি সফল তেলুগু আলা মোদালাইন্দি চলচ্চিত্রে অতিথি ভূমিকা পালন করেন এবং সহ-শিল্পী হিসেবে মনোজ মাঞ্চুর সাথে অভিনয় করেন মি. নুকায়্যা চলচ্চিত্রে।

চলচ্চিত্র তালিকা

২০১৭ সালে কৃতি খরবন্দা
বছরচলচ্চিত্রচরিত্রভাষাটীকা
২০০৯বোনিপ্রগতিতেলুগু
২০১০চিরুমধুকন্নড়
২০১১অলা মোদালিন্দিসিমরনতেলুগুঅতিথি উপস্থিতি
২০১১থীনমারভাসুমতিতেলুগু
২০১২মি. নোকায়াঅনুরাধাতেলুগু
২০১২প্রেম আড্ডাগিরিজাকন্নড়
২০১৩গালাটেঅঙ্কিতাকন্নড়
২০১৩অঙ্গল গিথাসন্ধ্যাতেলুগু
২০১৩ওম থ্রিডিঅঞ্জলিতেলুগু
২০১৩গুগলিস্বাতীকন্নড়
২০১৪সাক্কাতাগাভনক্রুতিকন্নড়চিত্রগ্রহণ
২০১৪মিনচাগি নেনু বারালুকন্নড়চিত্রগ্রহণ
২০১৪সুপেরো রঙ্গকন্নড়চিত্রগ্রহণ
২০১৪তিরুপতি এক্সপ্রেসপ্রার্থনাকন্নড়
২০১৪সুপার রাঙাস্বাতীকন্নড়
২০১৪বেলিস্নেহাকন্নড়
২০১৫ব্রুস লি - দ্য ফাইটারকাব্যতেলুগু
২০১৫মিঁচগি নী বাড়ালুপ্রিয়াঙ্কাকন্নড়
২০১৬রাজ: রিবুটশায়নাহিন্দিবলিউডে অভিষেক
২০১৭শাদিমে জরুর আনাআরতি শুকলাহিন্দি
২০১৯ হাউজফুল ৪ মিনা/নেহা হিন্দি

পুরস্কার ও স্বীকৃতি

সুপার রাঙ্গায় তার অভিনয় তাকে চতুর্থ দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কারে সমালোচক সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেত্রী হিসেবে প্রথম ফিল্মফেয়ার পুরষ্কার এনে দেয়[3][4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Kriti Kharbanda's birthday confusion"The Times of India (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪
  2. "Kriti causing major chaos!!! - Telugu Movie News"। Indiaglitz.com। ২০০৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৭
  3. "Kannada award winners at SIIMA - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭
  4. "Filmfare South Kannada nominations 2014 - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৭

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.