কুশিং সিনড্রোম

কুশিং সিনড্রোম (ইংরেজি:Cushing Syndrome) হল, কর্টিসল হরমোনের নিয়ন্ত্রণহীন বৃদ্ধির ফলে উদ্ভূত সকল সমস্যা। উচ্চমাত্রায় গ্লুকোকর্টিকয়েড ড্রাগ গ্রহণ কিংবা অতিরিক্ত কর্টিসল, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন (ACTH) এর কারণেও হতে পারে।[1] পিটুইটারি গ্রন্থিতে টিউমার হলে অতিরিক্ত ACTH ক্ষরণ হয় যা অ্যাড্রেনাল গ্রন্থিকে কর্টিসল তৈরিতে উদ্বুদ্ধ করে। গ্লুকোকর্টিকয়েড জনিত কারণ ছাড়া এই কারণই ৭০ ভাগ দায়ী।[2][3] কুশিং রোগ থেকে কুশিং সিনড্রোম পৃথককরণের সহজ উপায় হল কুশিং সিনড্রোমে ACTH এর মাত্রা কম থাকে। এর কারণ কর্টিসল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এর মাধ্যমে হাইপোথ্যালামাস এবং সম্মুখ পিটুইটারিকে নিবারণ করে থাকে।

কুশিং' সিনড্রোম
শ্রেণীবিভাগ এবং বহিঃস্থ সম্পদ
বিশিষ্টতাএন্ডোক্রাইনোলজি
আইসিডি-১০E২৪
আইসিডি-৯-সিএম২৫৫.০
মেডলাইনপ্লাস০০০৪১০
ইমেডিসিনarticle/117365
পেশেন্ট ইউকেকুশিং সিনড্রোম
মেএসএইচD০০৩৪৮০ (ইংরেজি)

তথ্যসূত্র

  1. Kumar, Abbas, Fausto. Robbins and Cotran Pathologic Basis of Disease, 7th ed. Elsevier-Saunders; New York, 2005.
  2. Schwartz's principles of surgery, 8th ed., p.1455.
  3. Cushing's Syndrome ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০১১ তারিখে at The National Endocrine and Metabolic Diseases Information Service. July 2008. Citing: * Nieman, LK (ডিসেম্বর ২০০৫)। "Evaluation and treatment of Cushing's syndrome."। The American journal of medicine118 (12): 1340–6। PMID 16378774 অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.