কুছ কুছ হোতা হ্যায়

কুছ কুছ হোতা হ্যায় (হিন্দিতে: कुछ कुछ होता है) হল ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেন করণ জোহর। এতে চতুর্থবারের মত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় পর্দা জুটি শাহরুখ খানকাজলরানী মুখার্জী পার্শ্ব অভিনেত্রী চরিত্রে এবং সালমান খান ক্ষণিক চরিত্রে অভিনয় করেন। ত্রিভূজ প্রেমের কাহিনী-নির্ভর চলচ্চিত্রটি বলিউডে ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে, যার প্রথমার্ধ্বে কলেজ প্রাঙ্গনের বন্ধুত্ব ও দ্বিতীয়ার্ধ্বে একজন বিপত্নীকের কিশোরী কন্যার তার পিতার সাথে তার পুরনো বন্ধুর মিলন ঘটানোর গল্প বিবৃত হয়।

কুছ কুছ হোতা হ্যায়
কুছ কুছ হোতা হ্যায় চলচ্চিত্রের পোস্টার
পরিচালককরন জোহর
প্রযোজকযশ জোহর
রচয়িতাকরন জোহর
শ্রেষ্ঠাংশেশাহরুখ খান
কাজল
রানী মুখার্জী
সালমান খান
সুরকারজতিন-ললিত
চিত্রগ্রাহকসন্তোষ থুন্দিয়ীল
সম্পাদকসঞ্জয় সন্ক্লা
পরিবেশকধর্ম প্রডাকসনস
মুক্তি১৬ অক্টোবর ১৯৯৮
দৈর্ঘ্য১৮৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৮.৩৩ কোটি রুপি (ভারতীয় মুদ্রা)[1]
আয়১০৩.৩৮ কোটি রুপি (ভারতীয় মুদ্রা)[2]

চলচ্চিত্রটি একাধিক পুরস্কার অর্জন করে, তন্মধ্যে রয়েছে শ্রেষ্ঠ সুস্থ্য বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার, স্ক্রিন পুরস্কারবলিউড মুভি পুরস্কার। চলচ্চিত্রটি আটটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে এবং একমাত্র চলচ্চিত্র হিসেবে অভিনয়ের চারটি বিভাগে তথা শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করে।

কাহিনি সংক্ষেপ

রাহুল (শাহরুখ খান) ও অঞ্জলি (কাজল) কলেজের সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু। রাহুল কলেজে নবাগত টিনার (রানী মুখোপাধ্যায়) প্রেমে পড়ে। অঞ্জলি এতোদিন রাহুলকে বন্ধু হিসাবে দেখলেও এখন উপলব্ধি করে সেও রাহুলকে ভালোবাসে। অঞ্জলি কলেজ ছেড়ে চলে যায়। রাহুল ও টিনার বিয়ে হলেও সন্তান জন্ম দেয়ার সময় টিনা মারা যায়। তাদের সন্তান্টির নাম রাখা হয় অঞ্জলি। আট বছর পর মায়ের লেখা চিঠি থেকে অঞ্জলি সব জানতে পেরে রাহুল ও অঞ্জলি (কাজল) এর পুনর্মিলন ঘটাবার চেষ্টা করে।

শ্রেষ্ঠাংশে

  • শাহরুখ খান - রাহুল খান্না
  • কাজল - অঞ্জলি শর্মা
  • রানী মুখার্জী - টিনা মালহোত্রা খান্না
  • সালমান খান - আমান মেহেরা
  • সানা সাইদ - অঞ্জলি খান্না
  • ফরিদা জালাল - জনাবা খান্না
  • অনুপম খের - প্রিন্সিপাল মালহোত্রা
  • অর্চনা পুরান সিং - শ্রীমতি বৃগানজা
  • রিমা লাগু - জনাবা শর্মা
  • হিমানী শিভ্পুরি -রিফাত উভকামী
  • জনি লিভার - কর্নেল আলমেইডা
  • পার্জুন দস্তুর - সর্দারজী
  • নিলাম কোঠারী - বিশেষ মুখ

সংগীত

কুছ কুছ হোতা হ্যায়
চিত্র:Music cover.jpg
যতীন-ললিত কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ১৯৯৮
শব্দধারণের সময়জতিন-ললিত
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
দৈর্ঘ্যError in Module:Hms: Seconds value must be less than ৬০
সঙ্গীত প্রকাশনীসনি মিউজিক
প্রযোজকজতিন-ললিত

কুছ কুছ হোতা হ্যায় ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন যতীন-ললিত। জতিন-ললিত দ্বারা একটি পূর্বপরল্পনা ছিল যেমন; একেকটি চরিত্রের জন্য নির্ধারিত একজন কণ্ঠশিল্পী থাকবেন। এখানে কবিতা কৃষ্ণমূর্তি (টিনা মালহোত্রা এবং জনাবা শর্মা হিসেবে), উদিত নারায়ন (রাহুল খান্না হিসেবে), অলকা ইয়াগনিক (যেমন অঞ্জলি শর্মা হিসেবে), এবং কুমার শানু (আমান মেহেরা হিসেবে) কণ্ঠ দিয়েছিলেন। গান "লাড়কি বাড়ী অনজানী হ্যায়" গান ১৯৬৯ সালের চলচ্চিত্র প্রেম পুজারী থেকে "রঙ্গীলা রে:" একটি বেহালা নমুনা বৈশিষ্ট্য।

গানের তালিকা

ট্র্যাক #গানকণ্ঠশিল্পীস্থিতিকাল দৈর্ঘ্য
"কুছ কুছ হোতা হ্যায়" উদিত নারায়ন, অলকা ইয়াগনিক ৪:৫৬
"কোই মিল গয়া" উদিত নারায়ন, অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি ৭:১৬
"সাজানজি ঘর আয়ে" কুমার শানু, অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি ৭:১৪
"কুছ কুছ হোতা হ্যায় (বিষন্ন)" অলকা ইয়াগনিক ১:২৬
"ইয়েঃ লাড়কা হ্যায় দিওয়ানা" উদিত নারায়ন, অলকা ইয়াগনিক ৬:৩৬
"তুঝে ইয়াদ না মেরি আয়ী" অলকা ইয়াগনিক, মনপ্রীত আখতার, উদিত নারায়ন ৭:০৩
"রঘুপতি রাঘাভ" অলকা ইয়াগনিক, শংকর মহাদেভান ২:০৫
"লাড়কি বাড়ী অনজানী হ্যায়" কুমার শানু, অলকা ইয়াগনিক ৬:২৩

তথ্যসূত্র

  1. "Kuch Kuch Hota Hai"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১০
  2. "Top Lifetime Grossers Worldwide"। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১০

বহিঃসংযোগ

টেমপ্লেট:করণ জোহর

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.