কিম উ-জিন

কিম উ-জিন (হান্‌গেউল্: 김우진; জন্ম: ২০ জুন, ১৯৯২) দক্ষিণ কোরিয়ার বিশ্বের সাবেক এক নম্বর তীরন্দাজ[1] ২০১১ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশীপে পুরষদের দলগত বিষয়ে স্বর্ণপদক লাভ করেন। একই প্রতিযোগিতায় ব্যক্তিগত বিষয়েও স্বর্ণপদক পান তিনি। ২০১২ সালে ফিটা আর্চারি বিশ্বকাপেও একই সফলতা পান। তা স্বত্ত্বেও ২০১২ সালের কোরীয় অলিম্পিক দলে ঠাঁই হয়নি তার।[2]

কিম উ-জিন

পদক রেকর্ড
পুরুষদের তীরন্দাজী
 দক্ষিণ কোরিয়া -এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
২০১৬ রিও ডি জেনেইরোদলগত
বিশ্ব চ্যাম্পিয়নশীপ
২০১১ তোরিনো ব্যক্তিগত
২০১১ তোরিনো দলগত
২০১৫ কোপেনহেগেন ব্যক্তিগত
২০১৫ কোপেনহেগেন দলগত
বিশ্বকাপ
২০১২ টোকিও ব্যক্তিগত
এশিয়ান গেমস
২০১০ গুয়াংজু ব্যক্তিগত
২০১০ গুয়াংজু দলগত

২০১৫ সালে কিমকে পুণরায় কোরিয়ার জাতীয় দলের সদস্যরূপে অন্তর্ভূক্ত করা হয়। এরফলে কোরিয়ার প্রথম পুরুষ হিসেবে ১৯৮৫ সালের পর বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশীপে দুইবার শিরোপা বিজয়ের সুযোগ লাভ করেন তিনি।[3] ২০১৬ সালের রিও অলিম্পিকে অংশ নেন। পুরুষদের ব্যক্তিগত বাছাই-পর্বে ৭০০ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।[4]

তথ্যসূত্র

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.