কিকু শারদা

কিকু শারদা (রাঘবেন্দ্র নামে জন্মগ্রহণ করেন) হচ্ছেন একজন ভারতীয় কৌতুক অভিনেতা, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।[2] তিনি হাতিমে "হোবো" চরিত্রে, এফ.আই.আর-এ "কনস্টবল মুলায়েম সিং গুলগুলে" চরিত্রে, এবং আকবর বীরবল নামক কমেডি অনুষ্ঠানে "আকবর চরিত্রে অভিনয় করেছেন।[3] তিনি কপিল শর্মার সাথে কমেডি নাইটস উইথ কপিলে কাজ করেছেন,[4] যেখানে তিনি বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো "পলক"।[5] তিনি ২০০৩ সালে প্রিয়াঙ্কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[1] তিনি ২০১৩ সালে নাচ বলিয়ে ৬-এ এবং ২০১৪ সালে ঝলক দিখলা যায় প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন। তিনি ২০১৬ সালে সনিতে প্রচারিত দ্য কপিল শর্মা শোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যার মধ্যে সন্তোষ এবং তার জনপ্রিয় চরিত্র বাচ্চা যাদব উল্লেখযোগ্য।

কিকু শারদা
২০১৭ সালে কিকু শারদা
জন্ম (1975-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৭৫
পেশাঅভিনেতা, কমেডিয়ান, বিনোদনকারী
কার্যকাল২০০০–বর্তমান
উচ্চতা1.62 m
দাম্পত্য সঙ্গীপ্রিয়াঙ্কা শারদা (বি. ২০০৩)[1]

২০১৬ সালের জানুয়ারি মাসে, তিনি গুরমিত রাম রহিম সিংকে অনুকরণ করায় গ্রেপ্তার হয়েছিলেন।[6]

চলচ্চিত্রের তালিকা

সাল চলচ্চিত্র চরিত্র ভাষা
২০০১মিট্টিকাসমাপাঞ্জাবি
২০০৩ডরনা মানা হ্যায়হিন্দি
২০০৬ফির হেরা ফেরিমুন্নাভাইয়ের সহযোগী
২০০৭ধামালপুলিশ
নো স্মকিংকে-এর ডাক্তার
গো
২০০৮রেসঘোড়ার পাহাড়াদার
রোডসাইড রোমিওহিরো ইংলিশ (কণ্ঠ অভিনেতা)হিন্দি/ইংরেজি
দশবিদানিয়াহিন্দি
লাভ খিচড়িবলবিন্দর
২০১০নো প্রবলেম
২০১৪হ্যাপি নিউ ইয়ারসরোজ খান (একজন নৃত্য পরিকল্পনাকারী)
২০১৬ দ্য এন্ড

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল উল্লেখ
২০০৩–০৪হাতিমহোবোস্টার প্লাস
২০০৪–০৫কভি হা কভি নাজেজি টিভি
২০০৪আজ কে শ্রীমান শ্রীমতীজ্যোতি প্রসাদসাব টিভি
২০০৫–০৭দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শোবিভিন্ন চরিত্রস্টার ওয়ান
২০০৬–১৫এফ.আই.আর'কনস্টেবল মুলায়েম সিং গুলগুলেসাব টিভি
২০০৭আগডম বাগডম তিগডমদীপক মালহোত্রাডিজনি চ্যানেল
২০০৮ভাগো কেকে আয়াকেকেসাব টিভি
২০০৮কেয়া আপ পাঁচভি ফেল চাম্পু হ্যায়?ফারোজ খানফিল্মি
২০০৯ভূতওয়ালা সিরিয়ালঅমরনাথ ভান্ডারীসাব টিভি
২০১১কাহানি কমেডি সার্কাস কিঅতিথি প্রতিযোগীসনি
২০১২–২০১৩কমেডি সার্কাস কে আজুবেপ্রতিযোগীসনি
২০১৩নাচ বলিয়ে ৬প্রতিযোগীস্টার প্লাসতার স্ত্রী প্রিয়াঙ্কা শারদার সাথে অংশগ্রহণ করেছেন
২০১৩–১৬কমেডি নাইটস উইথ কপিলপলক, লাচ্ছা, পাঙ্কুরিসহ বিভিন্ন চরিত্রকালারস
২০১৪–১৬হার মুশকিল কা হাল আকবর বীরবলআকবরবিগ ম্যাজিক
২০১৪ঝলক দিখলা যা ৭স্বভূমিকা / পলক (প্রতিযোগী)কালারস১৭ আগস্ট ২০১৪ সালে ১০ম সপ্তাহে নিষ্কাশিত
২০১৬–১৭দ্য কপিল শর্মা শোবাম্পার, সন্তোষ, বাচ্চা যাদবসহ বিভিন্ন চরিত্রসনি
২০১৭–বর্তমানপার্টনারসমানব দেশাইসাব টিভি

পুরস্কার

সাল পুরস্কার বিভাগ অনুষ্ঠান ফলাফল
২০১৫ ইন্ডিয়ান ট্যালি পুরস্কার পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (কমেডি) আকবর বীরবল বিজয়ী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.