কার্টিস টি. ম্যাক্‌মালেন

কার্টিস ট্রেসি ম্যাক্‌মালেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর গণিতের একজন অধ্যাপক। তিনি ১৯৯৮ সালে ফিল্ডস পদক লাভ করেন।

কার্টিস ট্রেসি ম্যাক্‌মালেন
জন্ম (1958-05-21) ২১ মে ১৯৫৮
বার্কলে, ক্যালিফোর্নিয়া
কর্মক্ষেত্রগণিত
প্রতিষ্ঠানহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ম্যাথমেটিকাল সায়েন্সেস রিসার্চ ইন্সটিটিউট
ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
প্রাক্তন ছাত্রহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
উইলিয়ামস কলেজ
পিএইচডি উপদেষ্টাDennis Sullivan
পিএইচডি ছাত্ররাJeffrey Brock
Kenneth Bromberg
Maryam Mirzakhani
পরিচিতির কারণComplex dynamics, hyperbolic geometry, Teichmüller theory
উল্লেখযোগ্য
পুরস্কার
Salem Prize (1991)
ফিল্ডস পদক ১৯৯৮

জীবনী

ম্যাক্‌মালেন উইলিয়ামস কলেজ থেকে ১৯৮০ সালে গ্র্যাজুয়েট হন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এবং ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত পূর্ণ অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে শিক্ষকতা করেন। ১৯৯৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ যোগদান করেন।[1]

সম্মাননা

সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, উইলিয়ামস কলেজ, ১৯৯৯ [1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.