কারক হ্যামেট

কারক হ্যামেট (ইংরেজি: Kirk Lee Hammett) আমেরিকার সানফ্রানসিস্কোতে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সাল থেকে আমেরিকান হেভি মেটাল ব্যান্ড মেটালিকায় লিড গিটারিস্ট হিসেবে আছেন। মেটালিকায় যোগদানের পূর্বে তিনি ‘এক্সোডাস’ ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ২০১৩ সালে আমেরিকান ম্যাগাজিন রোলিং স্টোন তাকে সর্বকালের সেরা ১০০ জন গিটারিস্টের ভেতরে ১১ তম স্থানে মনোনীত করেন।[1]

কারক হ্যামেট
লন্ডনের একটি কনসার্টে কারক হ্যামেট
প্রাথমিক তথ্য
জন্ম নামকারক লি হ্যামেট
জন্ম (1962-11-18) নভেম্বর ১৮, ১৯৬২
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ধরনহেভি মেটাল, থ্রাশ মেটাল, হার্ডরক, স্পিড মেটাল
পেশাসুরকার, গীতিকার, লেখক
বাদ্যযন্ত্রসমূহগিটার,
কার্যকাল১৯৭৯–বর্তমান
ওয়েবসাইটwww.metallica.com

ডিস্কোগ্রাফি

মেটালিকা

  • কিল এম অল (১৯৮৩)
  • রাইড দ্যা লাইটেনিং (১৯৮৪)
  • মাস্টার অব পাপেটস (১৯৮৬)
  • ...এ্যান্ড জাস্টিস ফর অল (১৯৮৮)
  • মেটালিকা (১৯৯১)
  • লোড (১৯৯৬)
  • রিলোড (১৯৯৭)
  • সেইন্ট এ্যাঙ্গার (২০০৩)
  • ডেথ ম্যাগনেটিক (২০০৮)
  • হার্ডওয়্যার্ড... টু সেলফ-ডেসট্রাক্ট (২০১৬)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.