কাভি কাভি (১৯৭৬-এর চলচ্চিত্র)
কাভি কাভি হচ্ছে ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেটি যশ চোপড়া পরিচালনা এবং প্রযোজনা করেছিলেন, এবং কাহিনী লিখেছিলেন তার স্ত্রী প্যামেলা চোপড়া। চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাখী, শশী কাপুর, ওয়াহিদা রহমান, ঋষি কাপুর, নীতু সিং এবং সিমি গাড়েওয়াল। শশী কাপুর এবং অমিতাভ বচ্চনকে নিয়ে যশ চোপড়া এর আগে দিওয়ার (১৯৭৫) চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। এই কাভি কাভি ছিলো অমিতাভ এবং শশীর একসঙ্গে দ্বিতীয় কাজ।
কাভি কাভি | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | যশ চোপড়া |
প্রযোজক | যশ চোপড়া |
রচয়িতা | প্যামেলা চোপড়া (গল্প) সাগর সারহাদি (স্ক্রীনপ্লে) |
শ্রেষ্ঠাংশে | অমিতাভ বচ্চন রাখী শশী কাপুর ওয়াহিদা রহমান ঋষি কাপুর নীতু সিং |
সুরকার | খৈয়াম সাহির লুধিয়ানভি (গীতি) |
চিত্রগ্রাহক | রমেশ ভাল্লা কে ঘি |
সম্পাদক | নরেশ মালহোত্রা প্রাণ মেহরা |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৭৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | প্রা. ₹ ৪ কোটি (প্রা. ₹ ৮৩.২ কোটি (২০১৯ সালের হিসেবে) [1] |
কাভি কাভি এর গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো, সঙ্গীত পরিচালক খৈয়াম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন এবং শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন সাহির লুধিয়ানভি, কাভি কাভি মেরে দিল মে খায়াল আতা হে গানটির জন্য, এই একই গানটির জন্য মুকেশ শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।[2]
তথ্যসূত্র
- Box Office 1976 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ডিসেম্বর ২০১১ তারিখে
- Kabhi Kabhie Review Planet Bollywood.