কাবেরী গায়েন

কাবেরী গায়েন (জন্ম: ১লা জানুয়ারি ১৯৭০) হলেন একজন খ্যাতনামা বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক এবং সমাজকর্মী। সংখ্যালঘু নিপীড়ন এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে স্পষ্টবাদী দৃষ্টিভঙ্গী ও মতামতের জন্য তিনি বাংলাদেশে সুপরিচিত।[1]

কাবেরী গায়েন
কাবেরী গায়েন
জন্ম (1970-01-01) ১ জানুয়ারি ১৯৭০
বরিশাল, বাংলাদেশ
যেখানের শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয় (বিএ, এমএ)
এডিনবর্গ নেপিয়ের বিশ্ববিদ্যালয় (ডক্টরেট)
পেশাঅধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
কার্যকাল১৯৯৪ - বর্তমান
পরিচিতির কারণসামাজিক আন্দোলন
উল্লেখযোগ্য কর্ম
মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে নারী-নির্মাণ

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপনা করেন এবং সেই সাথে যুক্তরাজ্যের এডিনবর্গ নেপিয়ের বিশ্ববিদ্যালয়ের একজন অনাবাসিক শিক্ষক হিসেবে কর্মরত আছেন।[2]

প্রাথমিক জীবন

কাবেরী গায়েনের জন্ম বাংলাদেশের বরিশালে একটি বাঙ্গালী কায়স্থ পরিবারে। বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। এখান থেকে তিনি ১৯৮৯ সালে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি দিল নওশিন খানম স্বর্নপদক লাভ করেন। পরবর্তীতে একই বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতোকত্তর সম্পন্ন করে উচ্চশিক্ষার্থে তিনি এডিবর্গে যান এবং ২০০৪ সালে এডিনবর্গ নেপিয়ের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তার অভিসন্দর্ভের বিষয় ছিল Modelling the Influence of Communications on Fertility Behaviour of Women in Rural Bangladesh

তথ্যসূত্র

  1. গায়েন, কাবেরী (২৮ মার্চ ২০১৫)। "Women not portrayed as Freedom Fighters on Screen"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।
  2. "গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ"ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.