কাফিয়া
কাফিয়া ( আল কাফিয়া আরবি الکا فيۃ ) আরবি ব্যাকরণের বিখ্যাত নির্ভরযোগ্য গ্রন্থ । الکافيۃ শব্দটি عافيۃ এর ওযনে ইসমে মাসদার ( বিশেষ্যমুলক ধাতু ) । অর্থ - যথেষ্ট । এর মধস্থিত আলিফ - লামটি তাহ্সিনে কালাম তথা বাক্যের সৌন্দর্যের জন্যে নেয়া হয়েছে; যেমনিভাবে الحسن ও الحسين এর মধ্যে নেয়া হয়েছে ।[1] সংক্ষিপ্ত পরিসরের হলেও এটি আরবি ব্যাকরণের খুঁটিনাটি বিষয়কে সমন্বয়কারী হিসেবে অদ্বিতীয় কিতাব । সাতশত হিজরি থেকে এখনো তা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠ্যভুক্ত রয়েছে । সমাদৃত রয়েছে ।
গ্রন্থকার
আরবি ব্যাকরণ শাস্ত্রের শ্রেষ্ঠতম এই গ্রন্থের লেখক যুগ শ্রেষ্ঠ আরবি ব্যাকরণবিদ আল্লামা জামাল উদ্দিন আবু আমর উসমান ইবনে উমর (রাহ্); সংক্ষেপ নাম - ইবনে হাজিব (৫৭০ হিজরি - ৬৪৬ হিজরি ); দেশ - মিশর ।[2]
কাফিয়ার ব্যাখ্যা গ্রন্থ
আরবি, উর্দু, ফার্সি ও তুর্কি সহ বিভিন্ন ভাষায় এর ব্যাখ্যা গ্রন্থ (মুল সহ) প্রকাশিত হয়েছে । ' কাশফুয্ যুনূন 'এর ভাষ্যমতে প্রায় ছাপ্পান্নটির উর্ধ্বে এর ব্যাখ্যাগ্রন্থ প্রকাশিত হয়েছে ।[4] আর এখানেই শেষ নয় উত্তরোত্তর তা বৃদ্ধিই পাচ্ছে । পরবর্তী হিসেব অনুযায়ী শুধু আরবি ও ফার্সিতে এর ব্যাখ্যাগ্রন্থের সংখ্যা প্রায় ১৫২ (একশত বায়ান্ন)। কোন কোন বিশেষজ্ঞ লিখেন - কাফিয়ার শরাহ্ বা ব্যাখ্যাগ্রন্থের সংখ্যা ৩৬০ (তিন শত ষাট)।[5]
উল্লেখযোগ্য ব্যাখ্যাগ্রন্থের তালিকা
- শরহে কাফিয়া - সম্মানিত গ্রন্থকারের নিজের লেখা ব্যাখ্যা গ্রন্থ ।
- ' ফাওয়ায়েদে জিয়াইয়্যা ' যার বিখ্যাত নাম শরহে জামি - আল্লামা আবদুর রহমান জামি ।
- শরহে কাফিয়া - আল্লামা সুদী ।
- শরহে কাফিয়া - কাজি নাসিরুদ্দিন বায়যাবি ।
তথ্যসূত্র
- নাওয়াদিরিন্ নাঈমী - আল্লামা মুহাম্মদ শাব্বির নাঈমী
- হায়াতুল মুসান্নিফীন - মাওলানা মুহাম্মদ হবীবুর রহমান - শায়খুল হাদীস,মাদ্রাসা দারুর রাশাদ, মীরপুর, পল্লবী, ঢাকা; প্রথম প্রকাশ - জানুয়ারী ১৯৯৭ ইং।
- কাশ্ফুল গুম্মাহ্ বিহল্লিল্ কাফিয়া - অনুবাদ ও বিশ্লেষণ মাওলানা মুহাম্মদ ইছমাইল- এম, এ, এম এফ (ফার্ষ্ট ক্লাস) বি, এ (অনার্স); এম,এ (ফার্ষ্ট ক্লাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । - সম্পাদনায়ঃ- আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, প্রধান মুফ্তি - জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম । প্রকাশকাল - ১২ নভেম্বর ২০০২ ইং ।
- কাশ্ফুল গুম্মাহ্ বিহল্লিল্ কাফিয়া - অনুবাদ ও বিশ্লেষণ মাওলানা মুহাম্মদ ইছমাইল- এম, এ, এম এফ (ফার্ষ্ট ক্লাস) বি, এ (অনার্স); এম,এ (ফার্ষ্ট ক্লাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । - সম্পাদনায়ঃ- আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, প্রধান মুফ্তি - জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া , চট্টগ্রাম । প্রকাশকাল - ১২ নভেম্বর ২০০২ ইং ।
- কাশিফা শরহে কাফিয়া ( উর্দু ) - মুফতি আতাউর রহমান মুলতানি, বুখারি একাডেমি, মাদরাসা মার্কেট, হাট হাজারি, চট্টগ্রাম । প্রকাশকাল - ১৪২৪ হিজরি - ২০০৪ ইং ।