কানু বন্দ্যোপাধ্যায়

কানু বন্দ্যোপাধ্যায় (জন্ম: ২০ জুন, ১৯০৫ - মৃত্যু: ২৭ জানুয়ারি, ১৯৮৩) একজন বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ।

কানু বন্দ্যোপাধ্যায়
জন্ম২০ জুন ১৯০৫
মৃত্যু২৭ জানুয়ারি ১৯৮৩ (বয়স ৭৭)
কার্যকাল১৯২৭-১৯৮৩
উল্লেখযোগ্য কর্ম
পথের পাঁচালি (১৯৫৫) , অপরাজিত (১৯৫৬) ও বিন্দুর ছেলে (১৯৫২)

১৯২৭-এ নির্বাক ‘দুর্গেশনন্দিনী’ দিয়ে ছবিতে অভিনয় শুরু করেন কানু বন্দ্যোপাধ্যায়, আশির দশকের গোড়া অবধি অভিনয় করেছেন। কানু বন্দ্যোপাধ্যায় অভিনীত একটি বিশিষ্ট হিন্দি ছবি বিপ্লব রায়চৌধুরীর ‘শোধ’। তিরিশ থেকে সত্তর দশক অবধি দাপটে অভিনয় করে গিয়েছেন মঞ্চে, এমনকি বেতার-নাটকেও।

পথের পাঁচালীঅপরাজিত ছবিতে হরিহর রায় উনার উল্লেখযোগ্য চরিত্র।

'সাধক হিসেবে অভিনয়-কর্মকে নিয়েছিলেন বলেই সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছেন এবং অসাধারণ দক্ষতায় প্রকাশ করেছেন সাধারণ মানুষের জীবন।’

চলচ্চিত্রের তালিকা

  • দুর্গেশ নন্দিনী (১৯২৭)
  • রাজগি (১৯৩৭)
  • দেশের মাটি (১৯৩৮)
  • চানক্য (১৯৩৯)
  • শাপ মুক্তি (১৯৪০)
  • নন্দিনী (১৯৪১)
  • মায়ের প্রান (১৯৪১)
  • এপার ওপার (১৯৪১)
  • পাশান দেবতা (১৯৪২)
  • গারমিল (১৯৪২)
  • সহধর্মিনী (১৯৪৩)
  • যোগাযোগ (১৯৪৩)
  • শহর থেকে দূরে (১৯৪৩)
  • প্রতিকার (১৯৪৪)
  • বিদেশিনী (১৯৪৪)
  • নন্দিতা (১৯৪৪)
  • মানে না মানে (১৯৪৫)
  • কত দূর (১৯৪৫)
  • ভবি কাল (১৯৪৫)
  • মন্দির (১৯৪৬)
  • স্বপ্ন-ও-সাধনা (১৯৪৭)
  • সাধারণ মেয়ে (১৯৪৮)
  • পূরবি (১৯৪৮)
  • জয়যাত্রা (১৯৪৮)
  • কুয়াশা (১৯৪৯)
  • অভিযাত্রা (১৯৪২)
  • দিগভ্রান্ত (১৯৫০)
  • মানদণ্ড (১৯৫০)
  • পণ্ডিত মশাই (১৯৫১)
  • পল্লী সমাজ (১৯৫২)
  • বিন্দুর ছেলে (১৯৫২)
  • নতুন জহুরি (১৯৫৩)
  • সদানন্দের মেলা (১৯৫৪)
  • মন্ত্র শক্তি (১৯৫৪)
  • দুঃখীর ঈমান (১৯৫৪)
  • চাঁপাডাঙার বৌ (১৯৫৪)
  • উপহার (১৯৫৫)
  • অপরাধী (১৯৫৫)
  • ভগবান শ্রী রামকৃষ্ণ (১৯৫৫)
  • পথের পাঁচালী (১৯৫৫) - হরিহর রায়
  • সাহেব বিবি গোলাম (১৯৫৬)
  • নবজন্ম (১৯৫৬)
  • দানের মর্যাদা (১৯৫৬)
  • ভোলা মাস্টার (১৯৫৬)
  • অপরাজিত (১৯৫৬) - হরিহর রায়
  • নীলাচলে মহাপ্রভু (১৯৫৭)
  • পূণর্মিলন (১৯৫৭)
  • মর্মবাণী (১৯৫৮)
  • কঠিন মায়া (১৯৬১)
  • মহাশ্বেতা (১৯৬৭)
  • বনজ্যোৎস্না (১৯৬৯)
  • আলো আমার আলো (১৯৭১)
  • এই করেছো ভালো (১৯৭১)
  • অগ্নিভ্রমর (১৯৭৩)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.