কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহি এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়।

কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়
অবস্থান
কর্ণেল হাট, চট্টগ্রাম,
বাংলাদেশ
তথ্য
ধরনবে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৪১
বিদ্যালয় জেলাচট্টগ্রাম
অনুষদবিজ্ঞান,ব্যবসায় শিক্ষা,মানবিক
শিক্ষার্থী সংখ্যা১২০০
ক্যাম্পাসের আকার৩.২ একর
ক্যাম্পাসের ধরনশহর
অ্যাথলেটিক্সক্রিকেট
অন্তর্ভুক্তিচট্টগ্রাম শিক্ষা বোর্ড
ওয়েবসাইটknhchs.edu.bd

অবস্থান

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়টি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকায় অবস্থিত।

ইতিহাস

১৯৪১ সালে পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় পূর্ত, শ্রম, সংখ্যালঘু ও স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম এডভোকেট নূরুল হক চৌধুরী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

বর্তমান অবস্থা

বিদ্যালয়টি ৩.১২ একর জমির উপর অবস্থিত। এতে নব নির্মিত ৫ তলা বিশিষ্ট একাডেমিক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ১৬টি সেকশনে ১০৩০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। বিদ্যালয়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা চালু আছে। অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন ২৮ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। বিদ্যালয়ে ২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম, ২টি আধুনিক কম্পিউটার ল্যাব, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীব বিজ্ঞানের জন্য পৃথক পরিক্ষাগার ও একটি সমৃদ্ধ পাঠাগার আছে। তাছাড়া অফিসের কাজে সহযোগীতার জন্য ৩ জন অফিস সহকারি, ১ জন লাইব্রেরিয়ান ও ৯জন চতুর্থ কর্মচারী নিয়োজিত আছে।

কৃতি শিক্ষার্থী

তথ্যসূত্র

  1. "চৌধুরী, জহুর আহমদ"। বাংলাপিডিয়া (এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৫
  2. "কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা"দৈনিক আজাদী। ২২ জুন ২০১৫। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৫
  3. "কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত উপাচার্য ড. ইফতেখার"দৈনিক পূর্বকোণ। ১৮ জুন ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.