কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হল পশ্চিমবঙ্গএর কাটোয়ায় নির্মাণাধিন একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে এনটিপিসি।এর মোট উৎপাদন ক্ষমতা হবে ১৩২০ মেগাওয়াট।[1][2]।এই বিদ্যুৎ কেন্দ্রটি এনটিপিসি নির্মাণ করছে আগামীতে বিদ্যুৎ এর চাহিদার কথা ভেবে।

কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
দেশ ভারত
অবস্থানকাটোয়া,বর্ধমান জেলা,পশ্চিমবঙ্গ
অবস্থানির্নিয়মান
নির্মাণ ব্যয়₹১০ হাজার কোটি (US$১.৫ বিলিয়ন)
মালিকএনটিপিসি
পরিচালকএনটিপিসি

ইতিহাস

২০১০ সালে বাম আমলে কাটোয়া বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়।পড়ে আরও জমি অধিগ্রহণের কথা থাকলেও রাজ্যে সরকার বদলের পর সরকার জমি অধিগ্রহণ থেকে সরে আসে।ফলে এনটিপিসির ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ১৩২০ মেগাওয়াট করার কথা বলা হয়। কিন্তু এর জন্য ৮৫০ একর জমির প্রয়োজন ।রাজ্য সরকার ১৯৭ একর জমি দিতে রাজি হয়।বাকি জমি এনটিপিসিকে কিনতে হবে কৃষকের কাছ থেকে।৬৬০ মেগাওয়া্ট এর ২ টি ইউনিট এর প্রথমটির নির্মাণ শীগ্রই শুরু হবে।

যোগাযোগ

তথ্যসূত্র

  1. "সম্মতি ছিলই, শুরু হল জমি কেনা"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৪-০৮-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "বেড়ার জমি কিনেই জোগার, রাজি দিল্লি"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৪-০৮-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.