কলিম উদ্দিন আহমেদ মিলন

কলিম উদ্দিন আহমেদ মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৮৮, ফেব্রুয়ারি ১৯৯৬২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[1][2][3]

কলিম উদ্দিন আহমেদ মিলন
২২৮ নং (সুনামগঞ্জ-৫) আসনের সংসদ সদস্য
ব্যক্তিগত বিবরণ
জন্মসুনামগঞ্জ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় সমাজতান্ত্রিক দল
(১৯৯৬ সালের পূর্বে)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
পেশারাজনীতি
জীবিকাব্যবসা
ধর্মইসলাম

রাজনীতিঃ

তিনি কর্নেল অলি আহমদের জনসভায় বিএনপি-তে যোগদান করেন। প্রথমে সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে টানা তিন বার সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক ও একবার আহবায়ক কমিটির ১ম সদস্য(প্যাড সাক্ষর ক্ষমতা সহ), দুইবার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে বিএনপির সর্বশেষ কাউন্সিলে "বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক" নির্বাচিত হন। ২০১৭ সালে আবার "সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি" নির্বাচিত হন।

মিলন সিলেট বীরপুরুষ এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তাছাড়াও এম ইলিয়াস আলী গুম হওয়ার তার নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন হয়।

জন্ম ও প্রাথমিক জীবন

কলিম উদ্দিন আহমেদ মিলন সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনবারের নির্বাচিত সংসদ সদস্য তিনি। সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনে তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সহযোগিতায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী হিসেবে সর্ব প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মননয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[1][2][3][4] ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।[5][6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  3. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  4. "সুনামগঞ্জে আওয়ামী লীগের দুর্গে হানা দিতে চায় বিএনপি নেতৃত্বাধীন জোট | সারাদেশ | The Daily Ittefaq"archive1.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮
  5. "কলিম উদ্দিন আহমেদ মিলন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮
  6. "Sunamganj 5 Constituency: Awami League divided, BNP stable over nominations"Dhaka Tribune। ২০১৮-১০-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.