ওহম

ওহম বা ও'ম (চিহ্ন: Ω, গ্রীক অক্ষর ওমেগা) হল রোধের SI বা আন্তর্জাতিক পদ্ধতির একক। বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জর্জ সায়মন ও'মের নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে।

কয়েকটি রোধক। রোধকের রোধের মান এর গায়ে অঙ্কিত "কালার কোড" দ্বারা ও'মে প্রকাশ করা হয়।

সংজ্ঞা

কোন তড়িৎতড়পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান ১ ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তবে সেই পরিবাহকের রোধকে ১ ওহম (Ω) বলে[1][2]

গাণিতিক ভাবে -

এখানে,

Ω = ওহম
V = ভোল্ট
A = অ্যাম্পিয়ার
m = মিটার
kg = কিলোগ্রাম
s = সেকেন্ড
C = কুলম্ব
J = জুল
S = সিমেন্স

বাস্তবক্ষেত্রে তড়িৎ ও ইলেকট্রনিক্সের জগতে শুধু ওহমই নয়, ওহমের বেশকিছু গুনিতকও ব্যবহৃত হয়। যেমন মিলিওহম, কিলোওহম, মেগাওহম, গিগাওহম ইত্যাদি।[3]

চল তড়িতের ক্ষেত্রে ইম্পিডেন্স এবং রিয়্যাক্ট্যান্সও ওহম এককে পরিমাপ করা হয়।

রূপান্তর

তড়িৎ পরিবাহিতার এবং এডমিট্যান্সের এস আই একক হচ্ছে সিমেন্স (চিহ্ন: S)। এই সিমেন্সকে মো বলেও ডাকা হয়। মো হচ্ছে আসলে ইংরেজীতে ওহমকে বিপরীতক্রমে লিখে পাওয়া শব্দ (ohm -> mho)। এর এককও ওহমের এককের বিপরীত - ℧।

তথ্যসূত্র

  1. তপন, ড. শাহজাহান (২০১১)। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান [দ্বিতীয় পত্র]। হাসান বুক হাউস, ঢাকা। অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  2. BIPM SI Brochure: Appendix 1, p. 144
  3. The NIST Guide to the SI: 9.3 Spelling unit names with prefixes reports that IEEE/ASTM SI 10-2002 IEEE/ASTM Standard for Use of the International System of Units (SI): The Modern Metric System states that there are three cases in which the final vowel of an SI prefix is commonly omitted: megohm, kilohm, and hectare. "In all other cases in which the unit name begins with a vowel, both the final vowel of the prefix and the vowel of the unit name are retained and both are pronounced."

আরোও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.