ওহম
ওহম বা ও'ম (চিহ্ন: Ω, গ্রীক অক্ষর ওমেগা) হল রোধের SI বা আন্তর্জাতিক পদ্ধতির একক। বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জর্জ সায়মন ও'মের নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে।

সংজ্ঞা
কোন তড়িৎতড়পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান ১ ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তবে সেই পরিবাহকের রোধকে ১ ওহম (Ω) বলে[1][2]।
গাণিতিক ভাবে -
এখানে,
- Ω = ওহম
- V = ভোল্ট
- A = অ্যাম্পিয়ার
- m = মিটার
- kg = কিলোগ্রাম
- s = সেকেন্ড
- C = কুলম্ব
- J = জুল
- S = সিমেন্স
বাস্তবক্ষেত্রে তড়িৎ ও ইলেকট্রনিক্সের জগতে শুধু ওহমই নয়, ওহমের বেশকিছু গুনিতকও ব্যবহৃত হয়। যেমন মিলিওহম, কিলোওহম, মেগাওহম, গিগাওহম ইত্যাদি।[3]।
চল তড়িতের ক্ষেত্রে ইম্পিডেন্স এবং রিয়্যাক্ট্যান্সও ওহম এককে পরিমাপ করা হয়।
রূপান্তর
তড়িৎ পরিবাহিতার এবং এডমিট্যান্সের এস আই একক হচ্ছে সিমেন্স (চিহ্ন: S)। এই সিমেন্সকে মো বলেও ডাকা হয়। মো হচ্ছে আসলে ইংরেজীতে ওহমকে বিপরীতক্রমে লিখে পাওয়া শব্দ (ohm -> mho)। এর এককও ওহমের এককের বিপরীত - ℧।
তথ্যসূত্র
- তপন, ড. শাহজাহান (২০১১)। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান [দ্বিতীয় পত্র]। হাসান বুক হাউস, ঢাকা। অজানা প্যারামিটার
|coauthors=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য) - BIPM SI Brochure: Appendix 1, p. 144
- The NIST Guide to the SI: 9.3 Spelling unit names with prefixes reports that IEEE/ASTM SI 10-2002 IEEE/ASTM Standard for Use of the International System of Units (SI): The Modern Metric System states that there are three cases in which the final vowel of an SI prefix is commonly omitted: megohm, kilohm, and hectare. "In all other cases in which the unit name begins with a vowel, both the final vowel of the prefix and the vowel of the unit name are retained and both are pronounced."
আরোও দেখুন
- ও'মের সূত্র
- রোধক
- রোধকত্ব
- তড়িৎ পরিবাহী