ওয়ালেস স্টেগ্‌নার

ওয়ালেস স্টেগ্‌নার (ইংরেজিঃ Wallace Stegner) (ফেব্রুয়ারি ১৮, ১৯০৯ — এপ্রিল ১৩, ১৯৯৩) একজন বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক। তার সাহিত্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমা অংগরাজ্যগুলোর সমাজ ও ইতিহাস পর্যালোচনা করেছেন। এবিধায় উচ্চ মার্গের ওয়েস্টার্ন সাহিত্যের একজন কর্নধার হিসেবে তাকে বিবেচনা করা হয়। তার শ্রেষ্ঠ উপন্যাস এঙ্গেল অফ রিপোজ পুলিটজার পুরস্কার জয় করে।

ওয়ালেস স্টেগ্‌নার
জন্মওয়ালেস আর্ল স্টেগ্‌নার
(১৯০৯-০২-১৮)১৮ ফেব্রুয়ারি ১৯০৯
লেইক মিলস, আইওয়া, আমেরিকা
মৃত্যুএপ্রিল ১৩, ১৯৯৩(1993-04-13) (বয়স ৮৪)
পেশাHistorian, novelist, short story writer, environmentalist
ভাষাEnglish
জাতীয়তাAmerican
সময়কাল1937 - 1993
দাম্পত্যসঙ্গীMary Stuart Page (1911-2010)
সন্তানPage Stegner
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.