ওয়ালেস স্টেগ্নার
ওয়ালেস স্টেগ্নার (ইংরেজিঃ Wallace Stegner) (ফেব্রুয়ারি ১৮, ১৯০৯ — এপ্রিল ১৩, ১৯৯৩) একজন বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক। তার সাহিত্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমা অংগরাজ্যগুলোর সমাজ ও ইতিহাস পর্যালোচনা করেছেন। এবিধায় উচ্চ মার্গের ওয়েস্টার্ন সাহিত্যের একজন কর্নধার হিসেবে তাকে বিবেচনা করা হয়। তার শ্রেষ্ঠ উপন্যাস এঙ্গেল অফ রিপোজ পুলিটজার পুরস্কার জয় করে।
ওয়ালেস স্টেগ্নার | |
---|---|
জন্ম | ওয়ালেস আর্ল স্টেগ্নার ১৮ ফেব্রুয়ারি ১৯০৯ লেইক মিলস, আইওয়া, আমেরিকা |
মৃত্যু | এপ্রিল ১৩, ১৯৯৩ ৮৪) | (বয়স
পেশা | Historian, novelist, short story writer, environmentalist |
ভাষা | English |
জাতীয়তা | American |
সময়কাল | 1937 - 1993 |
দাম্পত্যসঙ্গী | Mary Stuart Page (1911-2010) |
সন্তান | Page Stegner |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.