ওয়াট

ওয়াট (ইংরেজি: Watt; ইংরেজি উচ্চারণ: /ˈwɒt/ (অসমর্থিত টেমপ্লেট); প্রতীক: W) আন্তর্জাতিক একক পদ্ধতিতে ক্ষমতার একক। স্কট্‌স ইঞ্জিনিয়ার জেমস ওয়াটের (১৭৩৬–১৮১৯) একক বা মানের নাম করেছিল। এইটি জুল প্রতি সেকেন্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়।

সংজ্ঞা

এক ওয়াট হল সেকেন্ডে ১ জুল কাজ করার সমতুল্য।

১ W = ১ J/s = ১ নিউটন মিটার প্রতি সেকেন্ডে = ১ কিলোগ্রাম*মিটার*সেকেন্ড−৩

নামের উৎস

ওয়াট নামটি রাখা হয়েছে ইংরেজ বিজ্ঞানী ও বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট এর নামানুসারে। ব্রিটিশ বিজ্ঞান অগ্রবর্তীকরণ সংস্থা বা British Association for the Advancement of Science এর দ্বিতীয় সম্মেলনে ১৮৮৯ খ্রীস্টাব্দে এটি গৃহীত হয়। ১৯৬০ খ্রীস্টাব্দে আন্তর্জাতিক ভাবে এটি স্বীকৃত হয়।

ওয়াট হতে সৃষ্ট একক

SI multiples for ওয়াট (W)
Submultiples Multiples
মান প্রতীক নাম মান প্রতীক নাম
১০−১ W dW ডেসিওয়াট ১০ W daW ডেকাওয়াট
১০−২ W cW সেমিওয়াট ১০ W hW হেক্টওয়াট
১০−৩ W mW মিলিওয়াট ১০ W kW কিলোওয়াট
১০−৬ W µW মাইক্রোওয়াট ১০ W MW মেগাওয়াট
১০−৯ W nW নানোওয়াট ১০ W GW গিগাওয়াট
১০−১২ W pW পিকোওয়াট ১০১২ W TW টেরাওয়াট
১০−১৫ W fW femtoওয়াট ১০১৫ W PW petaওয়াট
১০−১৮ W aW attoওয়াট ১০১৮ W EW exaওয়াট
১০−২১ W zW zeptoওয়াট ১০২১ W ZW zettaওয়াট
১০−২৪ W yW yoctoওয়াট ১০২৪ W YW yottaওয়াট
Common multiples are in bold face

কিলোওয়াট-ঘণ্টা

এক কিলোওয়াট ঘণ্টা হল শক্তির একক, যা ৩৬,০০,০০০ জুল শক্তি বা কাজের সমতুল্য। অর্থাৎ ১ কিলোওয়াট বা ১০০০ ওয়াট ক্ষমতায় ১ ঘন্টায় সম্পাদিত কাজের পরিমাণকে কিলোওয়াট ঘণ্টা বলে। সাধারণতঃ বিদ্যুৎ সরবরাহে এই এককটি ব্যবহৃত হয়।

বেতার সম্প্রচার কেন্দ্রের ক্ষমতা হিসাব করাতেও ওয়াট ব্যবহৃত হয়।

মেগা ওয়াট

বৈদ্যুতিক ওয়াট (abbreviation: We) হল বৈদ্যুতিক শক্তির একক।

তাপীয় ওয়াট (abbreviation: Wt) হল তাপের একক।


তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    টেমপ্লেট:SI derived units

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.