এহসান নুরানী
এহসান নুরানী হল ইহসান নুরানী, শংকর মহাদেবন এবং লয় মেন্দোনসাকে নিয়ে (শংকর-এহসান-লয়) ৩ জনের সমন্বয়ে গঠিত সংগীত-বিষয়ক একটি দল। এহসান হলেন একজন বিখ্যাত সঙ্গীত সুরকার এবং একজন অসাধারণ গিটার বাদক। তিনি সঙ্গীত রচনা শুরু করার আগ পর্যন্ত অনেক সঙ্গীত পরিচালকের সাথে গিটার বাদক হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও এহসান মুম্বাইয়ের অভিজ্ঞ গিটার শিক্ষক মি. বিসমার্ক রডরিগুইস এর কাছে থেকে সঙ্গীতের তালিম নিয়েছিলেন।
এহসান নুরানী | |
---|---|
![]() এহসান নুরানী ভারতের বেঙ্গালুরুতে আইডিয়া রকস কনসার্টে সঙ্গীত পরিবেশন করছেন | |
প্রাথমিক তথ্য | |
জন্ম | অক্টোবর ১২, ১৯৬৩ |
ধরন | ব্লুজ, বলিউড |
পেশা | সুরকার গিটার বাদক |
বাদ্যযন্ত্রসমূহ | গিটার |
কার্যকাল | ১৯৮৬–বর্তমান |
সহযোগী শিল্পী | শংকর-এহসান-লয় |
ওয়েবসাইট | www.ehsaannoorani.com |
পুরস্কার এবং মনোনয়ন

এহসান নুরানী সোলমেটে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
- ২০০৪: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিজয়ী - কাল হো না হো
আইফা এ্যাওয়ার্ডস
- ২০০৪: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিজয়ী - 'কাল হো না হো
- ২০০৬: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিজয়ী - বান্টি অর বাবলী
ফিল্মফেয়ার পুরষ্কার
- ২০০১: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার মনোনয়ন - দিল চাহতা হ্যায়
- ২০০১: আরডি বর্মণ পুরষ্কার - নতুন সঙ্গীত প্রতিভা বিজয়ী - দিল চাহতা হ্যায়
- ২০০৩: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার বিজয়ী - কাল হো না হো
- ২০০৫: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার বিজয়ী - বান্টি অর বাবলী
স্টার স্ক্রিন এ্যাওয়ার্ডস
- ২০০০: বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক মনোনয়ন - মিশন কাশ্মির
- ২০০১: বেস্ট মিউজিক ডিরেক্টর বিজয়ী - দিল চাহাতা হ্যায়
- ২০০৫: বেস্ট মিউজিক ডিরেক্টর বিজয়ী - ' বান্টি অর বাবলী
জি সিনে এ্যাওয়ার্ডস
- ২০০৬: বেস্ট মিউজিক ডিরেক্টর বিজয়ী - বান্টি অর বাবলী
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে এহসান নুরানী সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.