এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা

এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা বা এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (সংক্ষেপে এসিএম-আইসিপিসি বা শুধুই আইসিপিসি) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা। আইবিএম এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে থাকে। আইসিপিসির সদর দপ্তর বেইলর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর ছয়টি মহাদেশে এর স্বায়ত্ত্বশাসিত অঞ্চল রয়েছে। বেইলর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম বি. পাউচার এর পরিচালক এবং অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) এর সৌজন্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতার নিয়ম

আইসিপিসি দলীয় প্রতিযোগিতা। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি দলে ৩ জন করে সদস্য থাকে। প্রতিযোগীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হতে হবে, যারা প্রতিযোগীতার পূর্বে পাঁচ বছরের কম সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছে। যেসব প্রতিযোগী ইতিপূর্বে দু'বার ওয়ার্ল্ড ফাইনালে অথবা পাঁচবার আঞ্চলিক ফাইনালে অংশগ্রহণ করেছে তারা পুনরায় প্রতিযোগীতায় যোগ দিতে পারে না।[1][2]

প্রতিযোগীতার সময় প্রতিটি দলকে ৮ থেকে ১১টি সমস্যা দেয়া হয় (আঞ্চলিকে সাধারণত ৮টি এবং ফাইনালে ১০টি), যা ৫ ঘণ্টা সময়ের মধ্যে সমাধান করতে হয়। এ সমস্যাগুলোর সমাধান সি, সি++ অথবা জাভার প্রোগ্রাম হিসেবে জমা দিতে হয়। প্রোগ্রামগুলো কিছু পরীক্ষামূলক ডাটা দ্বারা চালানো হয়। কোন প্রোগ্রাম সঠিক সমাধান দিতে ব্যর্থ হলে জমাদানকারী দলকে তা অবহিত করা হয় এবং তারা ভিন্ন সমাধান জমা দিতে পারে।

সর্বাধিকসংখ্যক সমস্যা সমাধানকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। একাধিক দল সমান সংখ্যক সমস্যা সমাধান করলে তাদের মধ্যে রাংক নির্ধারণ করা হয়। এই রাংকিং এ কোন দলের স্থান নিম্নরূপে নির্ধারণ করা হয়: প্রতিটি সঠিক সমাধান জমা দেয়ার সময়ের যোগফল এবং প্রতিটি ভুল সমাধান জমা দেবার জন্যে (যাদের সঠিক সমাধান পরবর্তীকালে জমা দেয়া হয়েছে) ২০ মিনিট অতিরিক্ত গণনা করা হয়।

চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা

বছর
বছর প্রতিষ্ঠান দেশ
২০১৮ Mascow State University রাশিয়া
২০১৭ Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics রাশিয়া
২০১৬ St. Petersburg State University রাশিয়া
২০১৫ Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics রাশিয়া
২০১৪ St. Petersburg State University রাশিয়া
২০১৩ Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics রাশিয়া
২০১২ Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics রাশিয়া
২০১১ Zhejiang University চীন
২০১০ Shanghai Jiao Tong University চীন
২০০৯ Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics রাশিয়া
২০০৮ Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics রাশিয়া
২০০৭ University of Warsaw পোল্যান্ড
২০০৬ Saratov State University রাশিয়া
২০০৫ Shanghai Jiao Tong University চীন
২০০৪ Saint Petersburg State University of Information Technologies, Mechanics and Optics রাশিয়া
২০০৩ University of Warsaw পোল্যান্ড
২০০২ Shanghai Jiao Tong University চীন
২০০১ St. Petersburg State University রাশিয়া
২০০০ St. Petersburg State University রাশিয়া
১৯৯৯ University of Waterloo কানাডা
১৯৯৮ Charles University চেক প্রজাতন্ত্র
১৯৯৭ Harvey Mudd College যুক্তরাষ্ট্র
১৯৯৬ University of California, Berkeley যুক্তরাষ্ট্র
১৯৯৫ Albert-Ludwigs-Universität জার্মানি
১৯৯৪ University of Waterloo কানাডা
১৯৯৩ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র
১৯৯২ University of Melbourne অস্ট্রেলিয়া
১৯৯১ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র
১৯৯০ University of Otago নিউজিল্যান্ড
১৯৮৯ University of California at Los Angeles যুক্তরাষ্ট্র
১৯৮৮ ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি যুক্তরাষ্ট্র
১৯৮৭ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র
১৯৮৬ ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি যুক্তরাষ্ট্র
১৯৮৫ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র
১৯৮৪ Johns Hopkins University যুক্তরাষ্ট্র
১৯৮৩ University of Nebraska যুক্তরাষ্ট্র
১৯৮২ Baylor University যুক্তরাষ্ট্র
১৯৮১ University of Missouri–Rolla যুক্তরাষ্ট্র
১৯৮০ Washington University in St. Louis যুক্তরাষ্ট্র
১৯৮৯ Washington University in St. Louis যুক্তরাষ্ট্র
১৯৭৮ ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি যুক্তরাষ্ট্র
১৯৭৭ Michigan State University যুক্তরাষ্ট্র

এসিএম আইসিপিসি ২০১৮ - ঢাকা রিজিওনাল কনটেস্ট

এসিএম আইসিপিসি ২০১৮ (এশিয়া ওয়েস্ট সাবকন্টিনেন্ট কনটেস্ট) ঢাকা রিজিওনাল কনটেস্ট ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, আশুলিয়া ক্যাম্পাসে আয়োজিত হবে।

তথ্যসূত্র

  1. "Information - ACM International Collegiate Programming Contest"। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১০
  2. "2008 ICPC Regionals Eligibility Decision Diagram" (PDF)। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১০

বহিঃসংযোগ

নিজস্ব ওয়েবসাইট

অনলাইন বিচারক

আইসিপিসি ব্লগ

আইসিপিসি প্রশিক্ষণ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.