এরিক গার্সিয়া

এরিক গার্সিয়া মারট্রেট (জন্ম ৯ জানুয়ারী ২০০১) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি জনপ্রিয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এর হয়ে একজন ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।

এরিক গার্সিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এরিক গার্সিয়া মারট্রেট
জন্ম (2001-01-09) ৯ জানুয়ারি ২০০১[1]
জন্ম স্থান বার্সেলোনা,স্পেন[2]
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১  ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর ৫০
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৮–২০১৭ বার্সেলোনা
২০১৭–২০১৮ ম্যানচেস্টার সিটি
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৮– ম্যানচেস্টার সিটি (০)
জাতীয় দল
২০১৮–২০১৯ স্পেন অনুর্ধ-১৬ ১০ (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৯:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৮ (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৯:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৮ (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

খেলোয়াড়ী জীবন

জন্ম, কাতালোনিয়া-এর বার্সেলোনা শহরে, গার্সিয়া মূলত স্পেনের মার্টোরেল পৌরসভার, বার্সেলোনা একাডেমীর একটি তরুন সৃষ্টি। তিনি ২০১৭ সালে গ্রীষ্মে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। [3] গার্সিয়া ম্যানচেস্টার সিটি'র প্রথম সারির দলে ২০১৮ সালের গ্রীষ্মগালীন প্রাক-মৌসুমের একজন সদস্য হিসাবে খেলেছেন। [3] ২০১৮ সালের ১৮ই ডিসেম্বর, ইএফএল কাপ-এ আরেক ইংলিশ ফুটবল ক্লাব লিস্টার সিটি এর বিপক্ষে হওয়া প্রতিযোগিতামূলক ম্যাচে গার্সিয়া সিটির হয়ে সেরা ১১জনের দলে ম্যাচ মাঠে নামেন।[4]

তথ্যসূত্র

  1. "Eric García"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮
  2. "Eric García"footballdatabase.eu। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮
  3. "Ex-Barcelona jewel Eric Garcia lighting up Man City's pre-season"Goal.com। ২৬ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৮
  4. Pollard, Rob। "De Bruyne and Aguero start, Garcia makes debut"Manchester City F.C.। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.