এরিক গার্সিয়া
এরিক গার্সিয়া মারট্রেট (জন্ম ৯ জানুয়ারী ২০০১) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি জনপ্রিয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এর হয়ে একজন ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এরিক গার্সিয়া মারট্রেট | ||
জন্ম | [1] | ৯ জানুয়ারি ২০০১||
জন্ম স্থান | বার্সেলোনা,স্পেন[2] | ||
উচ্চতা | ১.৮২ মিটার (৫ ফুট ১১ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | ডিফেন্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | ম্যানচেস্টার সিটি | ||
জার্সি নম্বর | ৫০ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০৮–২০১৭ | বার্সেলোনা | ||
২০১৭–২০১৮ | ম্যানচেস্টার সিটি | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১৮– | ম্যানচেস্টার সিটি | ১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৮–২০১৯ | স্পেন অনুর্ধ-১৬ | ১০ | (২) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
খেলোয়াড়ী জীবন
জন্ম, কাতালোনিয়া-এর বার্সেলোনা শহরে, গার্সিয়া মূলত স্পেনের মার্টোরেল পৌরসভার, বার্সেলোনা একাডেমীর একটি তরুন সৃষ্টি। তিনি ২০১৭ সালে গ্রীষ্মে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। [3] গার্সিয়া ম্যানচেস্টার সিটি'র প্রথম সারির দলে ২০১৮ সালের গ্রীষ্মগালীন প্রাক-মৌসুমের একজন সদস্য হিসাবে খেলেছেন। [3] ২০১৮ সালের ১৮ই ডিসেম্বর, ইএফএল কাপ-এ আরেক ইংলিশ ফুটবল ক্লাব লিস্টার সিটি এর বিপক্ষে হওয়া প্রতিযোগিতামূলক ম্যাচে গার্সিয়া সিটির হয়ে সেরা ১১জনের দলে ম্যাচ মাঠে নামেন।[4]
তথ্যসূত্র
- "Eric García"। Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮।
- "Eric García"। footballdatabase.eu। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮।
- "Ex-Barcelona jewel Eric Garcia lighting up Man City's pre-season"। Goal.com। ২৬ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৮।
- Pollard, Rob। "De Bruyne and Aguero start, Garcia makes debut"। Manchester City F.C.। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.