এরিক ক্ল্যাপটন

এরিক প্যাট্রিক ক্ল্যাপটন (ইংরেজি: Eric Patrick Clapton, জন্ম: ৩০শে মার্চ, ১৯৪৫) প্রখ্যাত বৃটিশ ব্লুজ রক গিটারিষ্ট, গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ইংল্যান্ডের রিপ্লিতে জন্ম নেওয়া, তৎকালীন সময়ের সবথেকে প্রভাবশালী ও সাড়া জাগানো গিটারিষ্ট হিসেবে মূল্যায়িত এরিক ক্লাপটনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিষ্টের একজন হিসেবে ধরে নেওয়া হয়। রোলিং স্টোন পত্রিকা তাদের ২০০৪ এর প্রকাশিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ একশ গিটারিষ্টের তালিকার[1] চতুর্থতম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ একশ অমর শিল্পীর তালিকার[2] তেপ্পান্ন তম অবস্থানে এরিক ক্লাপটনের নাম প্রকাশ করে।

এরিক ক্ল্যাপটন
২০০৪ এর এপ্রিলে হ্যানোভারে ক্ল্যাপটন
প্রাথমিক তথ্য
জন্ম নামএরিক প্যাট্রিক ক্ল্যাপটন
আরো যে নামে
পরিচিত
স্লো হ্যান্ড
ধরনরক, ব্লুজ
পেশাগায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক, গিটার বাদক
বাদ্যযন্ত্রসমূহগিটার
কার্যকাল১৯৬২–বর্তমান
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

জীবন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.