এরিক ক্ল্যাপটন
এরিক প্যাট্রিক ক্ল্যাপটন (ইংরেজি: Eric Patrick Clapton, জন্ম: ৩০শে মার্চ, ১৯৪৫) প্রখ্যাত বৃটিশ ব্লুজ রক গিটারিষ্ট, গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ইংল্যান্ডের রিপ্লিতে জন্ম নেওয়া, তৎকালীন সময়ের সবথেকে প্রভাবশালী ও সাড়া জাগানো গিটারিষ্ট হিসেবে মূল্যায়িত এরিক ক্লাপটনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিষ্টের একজন হিসেবে ধরে নেওয়া হয়। রোলিং স্টোন পত্রিকা তাদের ২০০৪ এর প্রকাশিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ একশ গিটারিষ্টের তালিকার[1] চতুর্থতম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ একশ অমর শিল্পীর তালিকার[2] তেপ্পান্ন তম অবস্থানে এরিক ক্লাপটনের নাম প্রকাশ করে।
এরিক ক্ল্যাপটন | |
---|---|
![]() ২০০৪ এর এপ্রিলে হ্যানোভারে ক্ল্যাপটন | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | এরিক প্যাট্রিক ক্ল্যাপটন |
আরো যে নামে পরিচিত | স্লো হ্যান্ড |
ধরন | রক, ব্লুজ |
পেশা | গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক, গিটার বাদক |
বাদ্যযন্ত্রসমূহ | গিটার |
কার্যকাল | ১৯৬২–বর্তমান |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জীবন
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.