এম. এস. রামাইয়াহ ইনস্টিটিউট অফ টেকনোলজি

এম. এস. রামাইয়াহ ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইংরেজি: M. S. Ramaiah Institute of Technology) কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অন্যতম প্রধান কারিগরী মহাবিদ্যালয় তথা ভারতের একটি অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠান। এম. এস. রামাইয়াহ ইনস্টিটিউট অফ টেকনোলজি একটি স্বশাসিত বেসারকারি প্রযুক্তিবিদ্যার মহাবিদ্যালায়। ২০০৫ সালে ইন্ডিয়া টুডে পত্রিকার রেটিং অনুযায়ী এটি দেশের সেরা পচিঁশ ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি বিবেচিত হয়।

এম. এস. রামাইয়াহ ইনস্টিটিউট অফ টেকনোলজি
নীতিবাক্যজাতির সেবা ঈশ্বরের সেবা
Service to Humanity is Service to God
ধরনবেসরকারি
স্থাপিত১৯৬২
অধ্যক্ষড. কে.এস. রজনিকান্ত
শিক্ষায়তনিক কর্মকর্তা
৭০০ (প্রায়)
স্নাতক৪,৬০০ (প্রায়)
স্নাতকোত্তর৮০০ (প্রায়)
ঠিকানা
বিদ্যা শৌধ, এম এস আর আই টি পোশ্ট, এম এস আর নগর, ব্যাঙ্গালর - ৫৬০০৫৪.
, , ,
১৩°১′৪৭.৯″ উত্তর ৭৭°৩৩′৫৩.৯″ পূর্ব
অধিভুক্তিAutonomous. Affiliated to Visvesvaraya Technological University
ওয়েবসাইটhttp://www.msrit.edu

ইতিহাস

এম. এস. রামাইয়াহ ১৯৬২ সালে এম. এস. রামাইয়াহ ইনস্টিটিউট অফ টেকনোলজি এর স্থাপনা কারেন। এটি গকুলা এডুকেশান ফউন্ডেশন এর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।

অনুষদসমূহ

স্নাতক অনুষদসমূহ

  • বায়োটেকনোলজি বিভাগ
  • কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • কম্পউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক্শ ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • ইলেক্ট্রনিক্শ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ
  • Department of Industrial Engineering and Management
  • ইনফরমেশান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • ইণ্শ্ট্রুমেন্টেশন টেকনোলজি বিভাগ
  • মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • মেডিকাল ইলেক্ট্রনিক্শ বিভাগ
  • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

স্নাতকোত্তর অনুষদসমূহ

  • Master of Business Administration (ফিন্যান্স/মার্কেটিং/মাবসম্পদ ব্যবস্থাপনা/আইটি সিস্টেমস-এ পূর্ণকালীন এমবিএ)
  • Master of Computer Applications (MCA)
  • এম. টেক - কম্পউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • এম. টেক - সিভিল অ্যান্ড Structural ইঞ্জিনিয়ারিং
  • এম. টেক - সিভিল অ্যান্ড Environmental ইঞ্জিনিয়ারিং
  • এম. টেক - কম্পউটার ইন্টেগ্রেটেড ম্যানুফ্যাকচারিং
  • এম. টেক - ডিজিটাল ইলেক্ট্রনিক্শ অ্যান্ড কমিউনিকেশন
  • এম. টেক - ডিজিটাল ইলেক্ট্রনিক্শ
  • এম. টেক - ম্যানুফ্যাকচারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • এম. টেক - সফ্টওয়ার ইঞ্জিনিয়ারিং

বহিঃসংযোগ

আরো দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.