এনামুল হক (পুলিশ কর্মকর্তা)

এনামুল হক (জন্ম: ২ জানুয়ারী ১৯৩৮) বাংলাদেশের সাবেক পুলিশ পরিদর্শক এবং ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।[1][2]

এনামুল হক
২০১২ সালে এনামুল হক
১২ তম বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক
কাজের মেয়াদ
১৬ অক্টোবর ১৯৯১  ৮ জুলাই ১৯৯২
পূর্বসূরীতৈয়ব উদ্দিন আহমেদ
উত্তরসূরীএএসএম শাহজাহান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1938-01-02) ২ জানুয়ারি ১৯৩৮
গোদাগাড়ী, রাজশাহী, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়

শিক্ষা এবং কর্মজীবন

এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং প্রশাসন প্রশাসনে পিএইচডি অর্জন করেছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে।[1]

এনামুল হক বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ সরকারের পুলিশ মহাপরিদর্শক নিযুক্ত হন। [1]

ব্যক্তিগত জীবন

এনামুল হকের বিয়ে হয়েছিল শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলির সাথে। তাদের এক কন্যা অদিতি তিতাস হক ও দুই পুত্র আশিম শৈতাল হক ও আনিক আর. হক। [1]

তথ্যসূত্র

  1. "Members"Law Commission। ২০০৭-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০৯
  2. "Members"Law Commission। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-০৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.