এনডেভার নভোখেয়াযান

এনডেভার নভোখেয়াযান (ইংরেজি ভাষায়: Space Shuttle Endeavour, বাংলা অর্থ: প্রচেষ্টা) নাসার স্পেস সাটোল প্রোগ্রামের পঞ্চম ও সর্বশেষ কার্যকরী নির্মিত যান। এস.টি.এস.-৪৯ মিশন দিয়ে এর অভিযাত্রা শুরু হয় এবং এস.টি.এস.-১৩৪ মিশন দিয়ে শেষ হয়।


এসটিএস-১২৩ অভিযানের উদ্দেশ্যে উঁক্ষেপণ মঞ্চে এনডেভার
এনডেভার
অরবিটার ভেহিক্‌ল ডেসিগনেশন:ওভি-১০৫
রাষ্ট্র:মার্কিন যুক্তরাষ্ট্র
চুক্তিবদ্ধ পুরষ্কার:৩১শে জুলাই, ১৯৮৭
যার নামে নামঙ্কিত:এইচএম বার্ক এনডেভার
প্রথম উড্ডয়ন:এসটিএস-৪৯
৭ই মে, ১৯৯২ - ১৬ই মে, ১৯৯২
শেষ উড্ডয়ন:এসটিএস-১৩৪
১৬ মে ২০১১ - ১ জুন ২০১১
অভিযানের সংখ্যা:২৫
ক্রু:১৭৩
মহাশূণ্যে অবস্থানের সময়:২৯৬.১৪৮৬ দিন
কক্ষপথের সংখ্যা:৪,৬৭১
অতিক্রান্ত দূরত্ব:১৯,৭৭,৬১,২৬২ কিমি
নিযুক্ত কৃত্রিম উপগ্রহসমূহ:
মির-এর সাথে সংযুক্তি:
আইএসএসের সাথে সংযুক্তি:১২
মর্যাদা:অবসরপ্রাপ্ত, লস অ্যাঞ্জেলেস,ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়া বিজ্ঞান কেন্দ্রতে প্রদর্শিত

বর্তমান অবস্থা

বর্তমানে এনডেভার অবসরপ্রাপ্ত। লস অ্যাঞ্জেলেস,ক্যালিফোর্নিয়ার, ক্যালিফোর্নিয়া বিজ্ঞান কেন্দ্রতে সর্বসাধারাণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.