এদ্‌গার দ্যগা

এদ্‌গার দ্যগা, পূর্ণ জন্মনাম ইলের জের্‌মাঁ এদ্‌গার দ্যগা[1] (ফরাসি: Hilaire-Germain-Edgar Degas, আ-ধ্ব-ব: [ilɛʀ ʒɛʁmɛ̃ ɛdɡɑʀ døˈɡɑ]) বিখ্যাত ফরাসি চিত্রকর। তিনি ইম্প্রেশনিজম ধারার অন্যতম জনক। তাঁর প্রিয় মাধ্যম ছিল প্যাস্টেল। তাঁর আঁকা তৈলচিত্র নর্তকীদের মহড়া (La Classe de Danse) খ্যাতি পেয়েছে।

এদ্‌গার দ্যগা
নিজের দ্বারা অঙ্কিত নিজের প্রতিমূর্তি, ১৮৫৫
জন্ম
ইলের জের্‌মাঁ এদ্‌গার দ্যগা

(১৮৩৪-০৭-১৯)১৯ জুলাই ১৮৩৪
প্যারিস, ফ্রান্স
মৃত্যু২৭ সেপ্টেম্বর ১৯১৭(1917-09-27) (বয়স ৮৩)
প্যারিস, ফ্রান্স
জাতীয়তাফরাসী
পরিচিতির কারণপেন্টিং, ভাস্কর্য, অঙ্কন
উল্লেখযোগ্য কর্ম
The Bellelli Family (1858–1867)
Woman with Chrysanthemums (1865)
Chanteuse de Café (c.1878)
At the Milliner's (1882)
আন্দোলনইমপ্রেশনিজ্‌ম
নর্তকীদের মহড়া (La Classe de Danse), ১৮৭৩১৮৭৬, ক্যানভাসে তৈলচিত্র, এদ্‌গা দ্যগা

পাদটীকা

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.