এক্সট্রিম রুলস
এক্সট্রিম রুলস হচ্ছে ডাব্লিউডাব্লিউই কর্তৃক আয়োজিত পেশাদারি কুস্তির একটি পে-পার-ভিউ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সর্বপ্রথম ২০০৯ সালের প্রথম জুনে মাসে অনুষ্ঠিত হয়। হার্ডকোর ম্যাচ বা এক্সট্রিম রুলস ম্যাচ হলো এই অনুষ্ঠানের প্রধান পরিচয়।
এক্সট্রিম রুলস | |
---|---|
![]() ২০১৫ সাল থেকে এক্সট্রিম রুলসে এই লোগো ব্যবহার করা হয় | |
তথ্য | |
প্রমোশন | ডাব্লিউডাব্লিউই |
ব্র্যান্ড(সমূহ) | র (২০০৯–২০১১, ২০১৭–বর্তমান) স্ম্যাকডাউন (২০০৯–২০১১, ২০১৮–বর্তমান) ইসিডাব্লিউ (২০০৯) |
প্রথম আয়োজন | এক্সট্রিম রুলস (২০০৯) |
ইভেন্টের চমক | হার্ডকোর রেসলিং |
স্বাক্ষরিত ম্যাচের ধরন | এক্মট্রিম রুলস ম্যাচ |
সময় এবং স্থান
র- ব্র্যান্ডের অনুষ্ঠান |
অনুষ্ঠান | তারিখ | শহর | স্থান | প্রধান ম্যাচ | উপস্থিতি |
---|---|---|---|---|---|
এক্সট্রিম রুলস (২০০৯) | ৭ জুন ২০০৯ | নিউ অরলিন্স, লুইজিয়ানা | নিউ অরলিন্স এরিনা | এজ (চ) বনাম জেফ হার্ডি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ল্যাডার ম্যাচ |
৯,১২৪ |
এক্সট্রিম রুলস (২০১০) | ২৫ এপ্রিল ২০১০ | বাল্টিমোর, মেরিল্যান্ড | ফার্স্ট মেরিনার এরিনা | জন সিনা (চ) বনাম বাতিস্তা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশীপের জন্য |
১২,২৭৮ |
এক্সট্রিম রুলস (২০১১) | ১ মে ২০১১ | টেম্পা, ফ্লোরিডা | সেন্ট পিট টাইমস ফোরাম | দ্য মিজ (চ) বনাম জন সিনা বনাম জন মরিসন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল থ্রেট স্টিল কেজ ম্যাচ |
১০,০০০ |
এক্সট্রিম রুলস (২০১২) | ২৯ এপ্রিল ২০১২ | রোজমন্ট, ইলিনয়[1] | অলস্ট্যাট এরিনা[1] | জন সিনা বনাম ব্রক লেসনার এক্সট্রিম রুলস ম্যাচ |
১৪,৮১৭[2] |
এক্সট্রিম রুলস (২০১৩) | মে ১৯, ২০১৩ | সেন্ট. লুইস, মিসসৌরি | স্কটরেড সেন্টার | ব্রক লেসনার বনাম ট্রিপল এইচ স্টিল কেইজ ম্যাচ |
১৪,৫০০ |
এক্সট্রিম রুলস (২০১৪) | মে ৪, ২০১৪ | ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি]] | ইজড সেন্টার | ড্যানিয়েল ব্রায়ান (চ) বনাম কেইন এক্সট্রিম রুলস ম্যাচ ওয়ার্ল্ড হেবিওয়েট চ্যাম্পিয়নশীপের জন্য |
১৫,৯০৪ |
এক্সট্রিম রুলস (২০১৫) | এপ্রিল ২৬, ২০১৫ | রোসমেন্ট, ইলনিয়স | অলস্টেট এরেনা | সেথ রলিন্স (চ) বনাম রেন্ডি অরটন স্টিল কেইজ ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেবিওয়েট চ্যাম্পিয়নশীপের জন্য |
১৪১৯৭ |
এক্সট্রিম রুলস (২০১৬) | মে ২২, ২০১৬ | নেয়ার্ক, নিউ জার্সি | প্রুডেন্টিয়াল সেন্টার | রোমান রেইন্স (চ) বনাম এজে স্টাইলস এক্সট্রিম রুলস ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপের জন্য |
১৫৯৬৩ |
এক্সট্রিম রুলস (২০১৭) | জুন ৪, ২০১৭ | বালটিমোর, মেরিল্যান্ড | রয়্যাল ফার্মস এরেনা | সামোয়া জো বনাম ফিন ব্যালর বনাম ব্রে ওয়াইট বনাম রোমান রেইন্স বনাম সেথ রলিন্স এক্সট্রিম রুলস ম্যাচ ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এর নাম্বার ১ কন্টেনডার এর জন্য |
১১,১৭৯ |
এক্সট্রিম রুলস (২০১৮) | জুলাই ১৫, ২০১৮ | পিটসবার্গ, প্যানসাইলভিনা | পিপিজি পেইন্টস এরেনা | ডল্ফ জিগলার (চ) বনাম সেথ রলিন্স ৩০ মিনিট আয়রন ম্যান ম্যাচ ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপের জন্য |
১৪,৭৩৯ |
তথ্যসূত্র
- "WWE Extreme Rules Event Information"। Allstate Arena। জানুয়ারি ৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৭, ২০১১।
- Martin, Adam (৩ মে ২০১২)। "Recent WWE attendance figures (4/29 and 4/30)"। Wrestleview। সংগ্রহের তারিখ ৫ মে ২০১২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.