এ, জে, মোহাম্মদ আলী

এ, জে, মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [1]

এ, জে, মোহাম্মদ আলী
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল
কাজের মেয়াদ
৩০ এপ্রিল ২০০৫  ২৪ জানুয়ারি ২০০৭
পূর্বসূরীএ.এফ. হাসান আরিফ
উত্তরসূরীফিদা এম. কামাল
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী

পেশা

এ, জে, মোহাম্মদ আলীর বাবা এম. এইচ. খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল। [1] ১৯৮০ সালে তিনি হাইকোর্টে এবং ১৯৮৫ সালে আপিল বিভাগে অনুশীলনের জন্য তালিকাভুক্ত হন।[2] ২৩ অক্টোবর ২০০১ সালে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন।[3] ৩০ এপ্রিল ২০০৫ সালে অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হন। তিনি ২৪ জানুয়ারী ২০০৭ সালে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন। [1] এ, জে, মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। [4]

এ, জে, মোহাম্মদ আলী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন। [5][6] তিনি মওদুদ আহমদের আইনজীবীও ছিলেন। [7]

তথ্যসূত্র

  1. "Attorney General AJ Mohammad Ali quits"bdnews24.com। জানুয়ারি ২৪, ২০০৭। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৭
  2. "Mohammad Ali new Attorney General"The Daily Star। মে ১, ২০০৫। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৭
  3. "Attorney general resigns"The Daily Star। জানুয়ারি ২৫, ২০০৭। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৭
  4. "Ill attempt at destroying rule of law"The Daily Star। জানুয়ারি ৯, ২০১৪। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৭
  5. "Graft case: HC sets tomorrow to hear Khaleda's pleas challenging trial court order"The Daily Star। এপ্রিল ১৯, ২০১৭। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৭
  6. "HC adjourns hearing on Khaleda's revision petition"The Daily Star। ফেব্রুয়ারি ২৭, ২০১৭। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৭
  7. "HC keeps Moudud's writ for house waiting"The Daily Star। জুন ৮, ২০১৭। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.