উভকামী আত্মাভিমান পতাকা
১৯৯৮ সালে মাইকেল পেজ বৃহত্তর এলজিবিটি সমাজের পুরুষ-সমকামী আত্মাভিমান পতাকার অনুরূপ উভকামী সমাজের নিজস্ব প্রতীক হিসেবে উভকামী আত্মাভিমান পতাকার নকশা প্রস্তুত করেন। তার উদ্দেশ্য ছিল সামগ্রিক ক্ষেত্রে সমাজের মধ্যে এবং এলজিবিটি সমাজের মধ্যে উভকামীদের দৃশ্যমানতা বৃদ্ধি করা।
.jpg)

এলজিবিটি প্রতীক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||
|
||||||||
১৯৯৮ সালের ৫ ডিসেম্বর[1] বাইক্যাফের প্রথম বার্ষিকীর পার্টিতে প্রথম উভকামী আত্মাভিমান পতাকাটি প্রকাশ করা হয়। [2] এই পতাকার নকশা প্রস্তুতের ক্ষেত্রে পেজ বাইনেট ইউএসএ-তে তার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।[3]
নকশা ও রং

উভকামী আত্মাভিমান পতাকার রংগুলি পেজ গ্রহণ করেছিলেন পূর্বপ্রচলিত উভকামী প্রতীক থেকে। তিনি সেটিকে তার নিজস্ব নকশায় একটি বিশেষ রূপ দেন। তিনি বলেছেন,
“ | উভকামী আত্মাভিমান পতাকার নকশা প্রস্তুতের ক্ষেত্রে আমি ‘বাই অ্যাঙ্গেলস্’ প্রতীকের রং ও প্রাবরিত ভঙ্গিটি নির্বাচন করেছি।[4] | ” |
‘বাইঅ্যাঙ্গেলস্’ বা ঊভকামী ত্রিভূজ হল উভকামী সমাজের অপরাপর প্রতীকসমূহ। এই প্রতীকের উৎস অজ্ঞাত। তবে বিভিন্ন তত্ত্ব অনুসারে এই ত্রিভূজগুলির রংগুলি সম্ভবত বিষমকামিতা, সমকামিতা ও উভকামিতার প্রতীক। এগুলি পুরুষ, নারী অথবা পুরুষ ও নারী উভয়ের প্রতি আকর্ষণের প্রতীকও হতে পারে। উভকামিতার আরেকটি চিহ্ন হল অর্ধচন্দ্রের প্রতীক। এটির উৎস নাৎসি আন্দোলনের সময় সমকামীদের চিহ্নিতকরণের জন্য নির্দিষ্ট গোলাপি ত্রিভূজ।[3][5]
পেজ উভকামী আত্মাভিমান পতাকার গোলাপি, বেগনি-নীল ও নীল রঙের (অনুপাত ২:১:২)[2] অর্থ বর্ণনা করতে গিয়ে বলেছেন:
“ | গোলাপি রংটি শুধুমাত্র সমকামী যৌন আকর্ষণবোধের (পুরুষ ও নারী-সমকামী) প্রতীক, নীল রংটি অপর লিঙ্গের প্রতি যৌন আকর্ষণবোধের (বিষমকামী) প্রতীক এবং অবশিষ্ট প্রাবৃত রং বেগনি-নীল উভয় লিঙ্গের প্রতি যৌন আকর্ষণবোধের (উভকামী) প্রতীক।[4][6] | ” |
পেজ গভীরতর অর্থে পতাকাটির অর্থ বর্ণনা করতে গিয়ে বলেছেন:
“ | উভকামী আত্মাভিমান পতাকার প্রতীকতত্ত্বটি অনুধাবনের সূত্রটি হল এই কথা জানা যে, বেগনি-নীল রঙের পিক্সেলগুলি গোলাপি ও নীল রঙের মধ্যে অলক্ষ্যে নিহিত রয়েছে। ঠিক তেমনই ‘বাস্তব জগতে’ উভকামীরা অলক্ষ্যে পুরুষ/নারী-সমকামী ও বিষমকামী সমাজের মধ্যে নিহিত রয়েছে।[3] | ” |
পতাকাটির প্রত্যেকটি রঙের অনুপাত নির্দিষ্ট নয়। তবে ২:৩ ও ৩:৫ অনুপাতটি প্রায়শই ব্যবহৃত হয়ে থাকে। অন্যান্য অনেক পতাকাতেই এই অনুপাতটি লক্ষিত হয়।
উপর থেকে নিচ পর্যন্ত ডোরা-কাটা রং ও তার প্রস্থগুলি হল গোলাপি (৪০%), বেগনি-নীল (২০%) ও নীল (৪০%)।[4] নকশা-প্রস্তুতকারক সঠিক যে রংগুলি ব্যবহার করেছিলেন সেগুলি হল: পিএমএস যথাক্রমে ২২৬, ২৫৮ ও ২৮৬।[2] ওগুলির এইচটিএমএল মান যথাক্রমে প্রায় #ডি৬০২৭০, #৯বি৪এফ৯৬ ও #০০৩৮এ৮।[7] এগুলিএ আরজিবি মান যথাক্রমে প্রায় (২১৪,২,১১২), (১৫৫,৭৯,১৫০) ও (০,৫৬,১৬৮)।[8]
এই পতাকাটি পেটেন্টেড, ট্রেডমার্কেটেড বা সার্ভিস মার্কেটেড নয়।[4]
আরও দেখুন
- উভকামী আমেরিকান ইতিহাস
- উভকামী সমাজ
- সেলিব্রেট বাইসেক্সুয়াল ডে
- এলজিবিটি প্রতীক
তথ্যসূত্র
- http://www.wright.edu/counseling/SafezoneSymbols.html
- Young, Randy (৬ জুন ২০১৫)। "BiPride Flag"। Flagspot। Flags of the World। সংগ্রহের তারিখ অক্টোবর ২৪, ২০১৫।
- Petronzio, Matt (১৩ জুন ২০১৪)। "A Storied Glossary of Iconic LGBT Flags and Symbols"। Mashable। Mashable, Inc.। সংগ্রহের তারিখ অক্টোবর ২৪, ২০১৫।
- "History, Bi Activism, Free Graphics"। BiFlag.com। ১৯৯৮-১২-০৫। ২০১২-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০১-২৩।
- "Pride Symbols and Icons"। Association for Lesbian, Gay, Bisexual, and Transgender Issues in Counseling of Alabama। ALGBTICAL। সংগ্রহের তারিখ অক্টোবর ২৪, ২০১৫।
- Rosiek, Jerry (২০০৫)। "Rainbow Flag and Other Pride Symbols"। Sears, James Thomas। Youth, Education, and Sexualities: An International Encyclopedia। 2। Westport, Conn.: Greenwood। পৃষ্ঠা 701। আইএসবিএন 0-313-32755-6।
- "Pantone color conversion chart at goffgrafix.com"। ১২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৬।
- HEX to RBG Conversion Tool at Colorrrs.com
বহিঃসংযোগ
- টেমপ্লেট:FOTW