উপনিবেশী মানসিকতা

উপনিবেশী মানসিকতা[lower-alpha 1] হল একধরনের আত্তীকৃত জাতিগত ও সাংস্কৃতিক হীনম্মন্যতা যা ভিন্ন কোন জাতি কর্তৃক দীর্ঘকাল শাসিত ও উপনিবেশিত হলে শাসিত পরাধীন জাতির মাঝে ঘটে থাকে।[1][2] একে উপনিবেশিত মানসিকতা বলা হয়েও থাকে। উপনিবেশী মানসিকতাধারীরা মনে করে তাদের নিজস্ব সংস্কৃতি থেকে স্বয়ংকৃতভাবেই উপনিবেশক বা উপনিবেশকারী জাতির সংস্কৃতি উন্নততর।[3] উত্তরউপনিবেশবাদ তত্ত্ববিদরা প্রাক্তন উপনিবেশগুলো স্বাধীনতা অর্জনের পরবর্তীকালেও উপস্থিত উপনিবেশায়নের প্রভাব আলোচনা করতে গিয়ে উপনিবেশী মানসিকতা শব্দদ্বয়ের অবতারণা করেছেন।[4][5] ঐতিহাসিকভাবে দীর্ঘকাল উপনিবেশায়ন বা পরাধীনতার মধ্য দিয়ে গেলে একটি জাতির মাঝে উপনিবেশক শাসক জাতির যে চেতনাগত আধিপত্য তৈরি হয় তা বোঝাতে গিয়ে উপনিবেশী মানসিকতা ধারণাটি ব্যবহৃত হয়।[6][7] উপনিবেশয়ান তথা পরাধীনতার মধ্য দিয়ে গেলে একটি জাতির মাঝে যে যৌথ বিষণ্ণতা, ক্রোধসহ অন্যান্য মানসিক বিকার দেখা যায় তা আলোচনা করতে মনোবিজ্ঞানেও উপনিবেশী মানসিকতা ধারণাটি ব্যবহার করা হয়।[8][9] পশ্চিমা সাংস্কৃতিক আধিপত্যের ফলে পরাধীন জাতির মানসিক ভাঙ্গন তথা উপনিবেশী মানসিকতা নিয়ে আলোচনাকারীদের অন্যতম মার্ক্সবাদী চিন্তাবিদ ফ্রানৎস ফানোঁ[10] ও অ্যান্টোনিও গ্রামসি।[11]

আরো দেখুন

টীকা

  1. অনেকে ভুল বুঝে 'ঔপনিবেশিক মানসিকতা'ও বলে। তবে ঔপনিবেশিক মানসিকতা বলতে উপনিবেশক মানসিকতা বোঝায়। যেহেতু ঔপনিবেশিক অর্থ উপনিবেশক বা উপনিবেশ স্থাপনকারী বোঝায়; তাই ঔপনিবেশিক মানসিকতা বলতে উপনিবেশকের মানসিকতা বোঝায়। অন্যদিকে উপনিবেশী মানসিকতা বলতে উপনিবেশিত'র মানসিকতা বোঝায়।

তথ্যসূত্র

  1. Nunning, Vera. (06/01/2015). Fictions of Empire and the (un-making of imperialist mentalities: Colonial discourse and post-colonial criticism revisited. Forum for world literature studies. (7)2. p.171-198.
  2. আলম, ফয়েজ (২০১৪)। উত্তর-উপনিবেশী মন। ঢাকা: সংবেদ। পৃষ্ঠা ১১–৩১।
  3. David, E. J. R.; Okazaki, Sumie (২০১০-০৪-০১)। "Activation and Automaticity of Colonial Mentality" (ইংরেজি ভাষায়): 850। doi:10.1111/j.1559-1816.2010.00601.xআইএসএসএন 1559-1816
  4. David, E. J. R.। "Testing the validity of the colonial mentality implicit association test and the interactive effects of covert and overt colonial mentality on Filipino American mental health." (ইংরেজি ভাষায়): 31–45। doi:10.1037/a0018820
  5. Unconscious dominions : psychoanalysis, colonial trauma, and global sovereignties। Anderson, Warwick, 1958-, Jenson, Deborah., Keller, Richard C. (Richard Charles), 1969-। Duke University Press। ২০১১। আইএসবিএন 9780822393986। ওসিএলসি 757835774
  6. Goss, Andrew (২০০৯)। "Decent colonialism? Pure science and colonial ideology in the Netherlands East Indies, 1910–1929": 187–214। doi:10.1017/s002246340900006xআইএসএসএন 1474-0680
  7. Felipe, Lou Collette S.। "The relationship of colonial mentality with Filipina American experiences with racism and sexism." (ইংরেজি ভাষায়): 25–30। doi:10.1037/aap0000033
  8. Paranjpe, Anand C. (২০১৬-০৮-১১)। "Indigenous Psychology in the Post- Colonial Context: An Historical Perspective" (ইংরেজি ভাষায়): 27–43। doi:10.1177/097133360201400103
  9. Utsey, Shawn O.; Abrams, Jasmine A. (২০১৪-০৫-২১)। "Assessing the Psychological Consequences of Internalized Colonialism on the Psychological Well-Being of Young Adults in Ghana" (ইংরেজি ভাষায়): 195–220। doi:10.1177/0095798414537935
  10. 1972-, Rabaka, Reiland, (২০১০)। Forms of Fanonism : Frantz Fanon's critical theory and the dialectics of decolonization। Lexington Books। আইএসবিএন 9780739140338। ওসিএলসি 461323889
  11. The postcolonial Gramsci। Srivastava, Neelam Francesca Rashmi, 1972-, Bhattacharya, Baidik, 1975-। Routledge। ২০১২। আইএসবিএন 9780415874816। ওসিএলসি 749115630
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.