উদয়পদ্ম

উদয়পদ্ম[1] বা হিমচাঁপা (ইংরেজি: Laural magnolia, Magnolia, Southern magnolia) একটি ফুলের নাম, এর বৈজ্ঞানিক নাম: Magnolia grandiflora) হচ্ছে Magnoliaceae পরিবারের একটি উদ্ভিদ।

উদয়পদ্ম
হিমচাঁপা
Magnolia grandiflora
Magnolia grandiflora (southern magnolia)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
(শ্রেণীবিহীন): সপুষ্পক উদ্ভিদ
(শ্রেণীবিহীন): Magnoliids
বর্গ: Magnoliales
পরিবার: Magnoliaceae
গণ: Magnolia
উপগণ: Magnolia subg. Magnolia
Sectio: Magnolia sect. Magnolia
প্রজাতি: M. grandiflora
দ্বিপদী নাম
Magnolia grandiflora
কার্ল লিনিয়াস

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অণুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[1]

বিবরণ

এই বৃক্ষ অত্যন্ত দীর্ঘকায়, ২৭ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। কালচে বা গাঢ় সবুজ উপবৃত্তাকার পাতা রঙ। দেখতে ৫ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত হয়ে । অনেকটা কাঁঠাল পাতার মতো।মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের জাতীয় ফুল এটি। সেখানে প্রায় প্রতিটি রাস্তা বা বাড়ির সামনে এই ফুলের গাছ আছে।

গ্যালারি

আরো দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৫৩৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.