উড়ে যায় বকপক্ষী

উড়ে যায় বকপক্ষী হল হুমায়ূন আহমেদের একটি বাংলাদেশী টিভি ধারাবাহিক। এটি একটি হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ, মেহের আফরোজ শাওন, মাসুম আজিজ, ড. ইনামুল হক, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, স্বাধীন খসরু সহ অারো অনেকে।

উড়ে যায় বকপক্ষী
উড়ে যায় বকপক্ষী
উড়ে যায় বকপক্ষী
ধরণহাস্যরসাত্মক
নির্মাতাহুমায়ূন আহমেদ
রচনাহুমায়ূন আহমেদ
অভিনয়ে
প্রস্তুতকারক দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা

কাহিনী

এই ধারাবাহিকটিতে দেখানো হয়েছে গ্রামের অতিদরিদ্র একটি গানের দল ও তাদের জীবনযাপনের ইতিহাস। যাদের নুন আনতে পান্তা ফুরায়। তার পরেও তারা করে চলে তাদের যাপিত জীবনের সংগ্রাম। তাদের হাঁসি-কান্না,আনন্দ-বেদনা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে।

অভিনয়ে

অন্যান্য কলাকুশলী

উড়ে যায় বকপক্ষী

প্রধান সহকারী পরিচালক - সালাহ উদ্দিন সানোয়ার

সহকারী পরিচালক - কামরুজ্জামান দুলাল

চিত্রগ্রহণ - মনিরুল ইসলাম মাসুম

সুর সংযোজন ও আবহসংগীত - মকসুদ জামিল মিন্টু

শব্দ নিয়ন্ত্রণ - কামাল রাজা চৌধুরী

ক্যামেরা সহকারী - আলাল, মাহবুব, মুকুল, সোহেল, নিহার

আলোক সম্পাত - আলাউদ্দিন, বাশার, ইমান আলী

ব্যবস্থাপনা - বুলবুল

সম্পাদনা - শাহীন আহমেদ, জয়নুল ইসলাম, ওয়াহিদ মুরাদ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.