উজির

উজির (/vɪˈzɪər/, /ˈvɪzjər/;[1] আরবি: وزير; Wazeer, ফার্সি: vazīr, তুর্কী: vezir, উর্দু: وزیر, Vazeer) উচ্চপদস্থ মন্ত্রী বা উপদেষ্টার পদ। আব্বাসীয় খলিফারা মন্ত্রীদেরকে উজির উপাধি দিয়েছিলেন। পূর্বে তাদের কাতিব (সচিব) ডাকা হত।[2]

উসমানীয় উজিরে আজমের সীলমোহর।

আধুনিক যুগে আরব বিশ্ব, ইরান, তুরস্ক, পূর্ব আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তানউজবেকিস্তানে সরকারের মন্ত্রীদের বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রী বোঝাতে উজিরে আজম শব্দ ব্যবহৃত হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Vizier | Define Vizier at Dictionary.com"। Dictionary.reference.com। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১২
  2. R. A. Nicholson, A Literary History of the Arabs, p. 257
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.