উইলিয়াম গালাস্‌

উইলিয়াম গালাস্‌ একজন ফরাসি ফুটবলার। তিনি ইংল্যান্ডের আর্সেনাল ক্লাবে খেলেন।

উইলিয়াম গালাস্‌
চিত্র:Gallas v Watford.jpg
ব্যক্তিগত তথ্য
জন্ম আগস্ট,,১৯৭৭
জন্ম স্থান Asnières-sur-Seine, ফ্রান্স
উচ্চতা ১.৮১ মি
মাঠে অবস্থান ডিফেন্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আর্সেনাল
জার্সি নম্বর ১০
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি
(গোল)
১৯৯৫-১৯৯৭
১৯৯৭-২০০১
২০০১-২০০৬
২০০৬-
Caen
Olympique Marseille
চেলসি
আর্সেনাল
৩৪ (০)
১০১ (৩)
১৫৯ (১২)
২১ (৩)
জাতীয় দল
২০০২- ফ্রান্স ৫২ (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং 08:52, 18 May 2007 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল 24 December 2006 তারিখ অনুযায়ী সঠিক।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.