ইলেকটোরাল কলেজ (মার্কিন যুক্তরাষ্ট্র)
ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ২ নং অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হোন ইলেকটোররা। যে রাজ্যে যা প্রার্থী জয়ী হোন জনসংখ্যার অনুপাতে নির্ধারিত রাজ্যের সব ইলেকটোরাল ভোটই সেই প্রার্থী পান।[1][2] মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১২ তম সংশোধনের মাধ্যমে প্রত্যেক ইলেকটোরাল রাষ্ট্রপতির জন্য একটি ও উপরাষ্ট্রপতির জন্য আরেকটি ভোট প্রদান করার ক্ষমতা লাভ করেন।[3]
পটভূমি
অ্যালেকজান্ডার হ্যামিল্টন ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করেন।
তথ্যসূত্র
- Bromwichnov, Jonah Engel (নভেম্বর ৮, ২০১৬)। "How Does the Electoral College Work?"। The New York Times।
- Black, Eric (অক্টোবর ১৭, ২০১২)। "Why the Constitution's Framers didn't want us to directly elect the president"। MinnPost।
- Kuroda, Tadahisa (১৯৯৪)। The Origins of the Twelfth Amendment: The Electoral College in the Early Republic, 1787-1804। Greenwood। পৃষ্ঠা 168। আইএসবিএন 978-0-313-29151-7। ওসিএলসি 29518703।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.