ইরি হ্রদ
ইরি হ্রদ (ফরাসি: Lac Érié) উত্তর আমেরিকার পাঁচ বৃহৎ হ্রদসমূহের মধ্যে চতুর্থ বৃহত্তম হ্রদ (ভূপৃষ্ঠের মাপ অনুযায়ী) এবং বিশ্বব্যাপী একাদশ-বৃহত্তম হ্রদ যদি পৃষ্ঠ এলাকা অনুযায়ী চিন্তা করা হয়। এটি সর্বদক্ষিণে, নিম্নতম গভীরতার, এবং ক্ষুদ্রতম আয়তনের হ্রদ[1], এবং সেকারণে এই হ্রদ সবচেয়ে কম গড় পানি উপস্থিতি রয়েছে। গভীরতম পর্যায়ে ইরি হ্রদ ২১০ ফুট (৬৪ মিটার) গভীর।
তথ্যসূত্র
- "Erie, Lake - FactMonster"। www.factmonster.com।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.