ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড
ইয়ং আর্টিস্ট ফাউন্ডেশন (ইংরেজীতে: Young Artist Foundation) একটি মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে মৌরিন ড্রাগন[1] উদীয়মান তরুণ শিল্পীদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করেন।[2][3] এছাড়া এই প্রতিষ্ঠান শারীরিক বা আর্থিকসংকটগ্রস্থ তরুণ শিল্পীদের বৃত্তি প্রদান করে থাকে।
ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড | |
---|---|
![]() ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড | |
পুরষ্কারের কারণ | টেলিভিশন, সঙ্গীত, চলচ্চিত্র ও থিয়েটারে তরুণ শিল্পীদের উৎকর্ষ |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | ইয়ং আর্টিস্ট ফাউন্ডেশন |
প্রথম পুরস্কৃত | ১৯৭৯ |
ওয়েবসাইট | http://www.youngartistawards.org |
ইয়ং আর্টিস্ট ফাউন্ডেশনই প্রথম প্রতিষ্ঠান যা অনুর্ধ্ব ১৮ বছর বয়সী টেলিভিশন, চলচ্চিত্র, থিয়েটার ও সঙ্গীতশিল্পীদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য আনুষ্ঠানিক পুরস্কার বিতরণের আয়োজন করে।[2]
ইতিহাস
সর্বপ্রথম ১৯৭৮-১৯৭৯ সালের তরুণ শিল্পীদের ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরবর্তী বিশ বছরে এই পুরস্কার ইয়ুথ ইন ফিল্ম/ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ডস নামে পরিচিত ছিল। পরে এই নাম সংক্ষিপ্ত করে ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড করা হয়। ২১তম ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান ২০০০ এর মার্চে অনুষ্ঠিত হয়।[2][4]
তথ্যসূত্র
- Young Artist Awards President's Message
- Crouse, Richard (২০০৫)। Reel Winners (illustrated সংস্করণ)। Dundurn Press Ltd.। পৃষ্ঠা 42–43। আইএসবিএন 1550025740। ওসিএলসি 9781550025743
|oclc=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। - Riggs, Thomas (২০০৭)। Thomas Riggs, সম্পাদক। Contemporary Theatre, Film and Television। 74। Gale / Cengage Learning। আইএসবিএন 0787690473। ওসিএলসি 9780787690472
|oclc=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। - "The 21st Annual Young Artist Awards"। ৩ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১০।