আলি ইবনে হুসাইন জয়নুল আবেদিন

জয়নুল আবেদিন রহ. একজন প্রখ্যাত তাবেঈ এবং বুযুর্গ ব্যক্তিত্ব। তিনি ইসলামী খিলাফতের চতুর্থখলিফা হযরত আলী ইবনে আবু তালিব রা. এবং হযরত রাসূল-তনয়া হযরত ফাতিমা রা.-এর দ্বিতীয় পুত্র হযরত হুসেইন রা.এর পুত্র। হুসাইন রা. এর বংশধারা এই জয়নুল আবেদিন রহ. এর মাধ্যমেই চালু থাকে। শিয়াদের বিশ্বাসমতে জয়নুল আবেদীন (রহ.) ইসলামের বার ইমামদের মধ্যে অন্যতম। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের নিকট ‘বার ইমাম’ বলে কোন মতবাদ চালু নেই। তিনি 5 শাবান, ৩৮ হিজরীতে মদীনা মুনাওয়ারা জন্মগ্রহণ করেন।

ইমাম জয়নুল আবেদীন
সাজ্জাদ,
জয়নুল আবেদীন,
সাইয়েদুশ সাজেদীন।
জন্ম৫ই শাবান ৩৮ হিজরী
মদীনা মুনাওয়ারা
মৃত্যু২৫ মহরম ৯৫ হিজরী [1]
মদীনা মুনাওয়ারা
সমাধিজান্নাতুল বাক্বী
বংশধর১৫জন, ১০জন ছেলে এবং ৫জন কন্যা।
পিতাহুসেইন ইবনে আলি
মাতাশহর বানু (ইয়াযগারদের কন্যা)

জন্মকালীন আরব সমাজের অবস্থা

খেলাফতের সময়

শাহাদাত বরণ

৯৫ হিজরীতে ইমাম জয়নাল আবেদিন, ইসলামের চর্তুথ ইমাম, মারবিয়ান কর্তৃক শহীদ হন। [2]

তথ্যসূত্র

  1. "আজ ইমাম জয়নুল আবেদীন (রা.) এর শাহাদাত বার্ষিকী"http://islamicnews24.net। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. Allama Majlisi। Bihar al-Anwar46। পৃষ্ঠা 152–154।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.