ইফতেখারুল আলম কিসলু

ইফতেখারুল আলম কিসলু (১৯২৭/২৮ – ৫ জানুয়ারি ২০১৯) একজন বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী ছিলেন। তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি ছিলেন।

ইফতেখারুল আলম কিসলু
জন্ম১৯২৭/২৮
মৃত্যু৫ জানুয়ারি ২০১৯ (বয়স ৯১)
পেশাচলচ্চিত্র প্রযোজক, ব্যবসায়ী

জীবনী

ইফতেখারুল আলম কিসলু আহমেদ শরীফের সম্পর্কে ফুফা হতেন।[1][2] তিনি স্টার ফিল্ম কর্পোরেশনের মালিক ছিলেন।[3] ১৯৬৪ সালে তিনি সঙ্গম প্রযোজনা করেছিলেন। ১৯৬৭ সালে তিনি প্রযোজনা করেছিলেন আনোয়ারা। ১৯৭২ সালে তিনি প্রযোজনা করেন ওরা ১১ জন। ১৯৮২ সালে তার প্রযোজিত চলচ্চিত্র দুই পয়সার আলতা মুক্তি পেয়েছিল।

চলচ্চিত্রাঙ্গনের বাইরে তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি ১৯৮০ সালে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[4] তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের আজীবন সদস্য ছিলেন।[5]

ইফতেখারুল আলম কিসলু ২০১৯ সালের ৫ জানুয়ারি ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[6][7][8]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা

তথ্যসূত্র

  1. "চলচ্চিত্র প্রযোজক ইফতেখারুল আলম আর নেই"জনকণ্ঠ। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  2. "মারা গেছেন প্রযোজক ইফতেখারুল আলম"কালের কণ্ঠ। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  3. "ইফতেখারুল আলম আর নেই"প্রথম আলো। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  4. "Former Presidents of FBCCI"FBCCI। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  5. "Film producer Iftekharul Alam dies"Dhaka Tribune। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  6. "প্রযোজক ইফতেখারুল আলম আর নেই"আমাদের সময়। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  7. "কিংবদন্তি প্রযোজক ইফতেখারুল আলম আর নেই"যুগান্তর। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  8. "ইফতেখারুল আলম কিসলুর ইন্তেকাল"সমকাল। ৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  9. "Veteran producer Iftekharul Alam Kislu dead"Daily Observer। ৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.