ইন্দ্রমোহন রাজবংশী
ইন্দ্রমোহন রাজবংশী একজন বাংলাদেশী লোকগানের শিল্পী ও মুক্তিযোদ্ধা। তিনি ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি গান গেয়ে থাকেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে নিজেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক লাভ করেন।[1]
ইন্দ্রমোহন রাজবংশী | |
---|---|
জন্ম নাম | ইন্দ্রমোহন রাজবংশী |
জন্ম | ঢাকা, বাংলাদেশ |
ধরন | চলচ্চিত্রের গান, ফোক |
পেশা | গীতিকার, সুরকার, সংগ্রাহক |
প্রাথমিক জীবন
ইন্দ্রমোহন রাজবংশীর জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে।[2] তার পরিবার পাঁচ পুরুষ ধরে গানের সাথে জড়িত।
কর্মজীবন
ইন্দ্রমোহন রাজবংশী সংগীত কলেজে লোকসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি বাংলাদেশ লোকসংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা। তিনি চলচ্চিত্র, বেতার, টেলিভিশন ইত্যাদিতে তিনি অনেক গান গেয়েছেন। ১৯৬৭ সালে চেনা অচেনা চলচ্চিত্রের গান গাওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক করেন।[3]
মুক্তিযুদ্ধে অবদান
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ইন্দ্রমোহন রাজবংশী যুদ্ধে অংশগ্রহণের জন্য মনস্থির করেন। কিন্তু পাকিস্তানিদের হাতে ধরা পড়ে যাওয়ায় সম্মুখ যুদ্ধে তিনি যেতে পারেন নি। পাকিস্তানিরা সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন করায় ইন্দ্রমোহন রাজবংশী নিজের নাম পরিচয় গোপন করে পাকিস্তানিদের দোভাষী হিসেবে কাজ করেছেন কিছুদিন। পরবর্তীতে সেখান থেকে চলে এসে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়া শুরু করেন।[4]
গান সংগ্রহ
ইন্দ্রমোহন রাজবংশী গান গাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করতেন। তিনি এক হাজারেরও বেশি কবির লেখা কয়েক লক্ষ গান সংগ্রহ করেছেন।[2]
পুরস্কার
ইন্দ্রমোহন রাজবংশী সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন।
পরিবার
ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রীর নাম দীপ্তি রাজবংশী ও পুত্র রবীন রাজবংশী। তারা নিজেরাও লোকগানের সাথে জড়িত।[4]
তথ্যূত্র
- "একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক"। দৈনিক স্টার বাংলা। ২০১৮-০২-২০। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২১।
- "লোকগানের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী"। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২১।
- "চলচ্চিত্রে প্রথম গান গেয়েছিলাম আব্দুল আলীমের সঙ্গে"। দৈনিক প্রথম আলো। ২০০৯-১২-২৪। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৮।
- "ইন্দ্রমোহন রাজবংশী এক জীবন্ত কিংবদন্তী"। KochBihar.IN। ২০১৭-০৫-১৯। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২১।